কোলকাতায় মমতার নেতৃত্বে সংহতি মিছিল, ‘বাংলা লাঞ্ছিত’ বললেন অভিষেক
(last modified Mon, 22 Jan 2024 12:53:02 GMT )
জানুয়ারি ২২, ২০২৪ ১৮:৫৩ Asia/Dhaka
  • কোলকাতায় মমতার নেতৃত্বে সংহতি মিছিল, ‘বাংলা লাঞ্ছিত’ বললেন অভিষেক

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ‘সংহতি মিছিল’ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বিকেলে কোলকাতার রাজপথে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ-জৈন  সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ‘সংহতি মিছিল’-এ শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  এমপি ও অন্যরা। পরে কোলকাতার পার্ক সার্কাসে এক সমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা শান্তি ও সম্প্রীতির সমর্থনে বক্তব্য রাখেন।

ওই সমাবেশ তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ‘২০১৯ সালের পর থেকে বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছে তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি। সে জন্য বাংলায় একশো দিনের কাজ প্রকল্পে টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ করে রেখেছে। কিন্তু গত ৫ বছরে বাংলা থেকে ৪ লাখ ৬৪ হাজার কোটি  টাকা  কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে গেছে।’

অভিষেক বলেন, ‘আমরা ধর্মকে কেন্দ্র করে  রাজনীতি করিনা। আমরা বিশ্বাস করি বৈচিত্রের মধ্যে একতার মন্ত্রে। আমরা বিশ্বাস করি ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান’-এটাই আমাদের মহান ভারতবর্ষ।’ তিনি বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি, চোখ রাঙানি চলছে, তখন আমার শহর আমার রাজ্যে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলায় একতা, বাংলায় সম্প্রীতি, সংহতি রক্ষা করেছে। 

সমাবেশে কোলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমি তার বক্তব্যে বলেন, বর্তমানে ভারতে বিদ্বেষ ঝড় উঠেছে, ঘৃণাকে উৎসাহিত করা হচ্ছে, এমন বিদ্বেষ ঝড়ে ভালোবাসার দ্বীপ জ্বালানো যে বাঘিনী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সভার সঞ্চালনা করেন কোলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।