আরএসএস-বিজেপি আমাদের সংবিধানকে বিকৃত ও পরিবর্তন করার ষড়যন্ত্র করছে : খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i133768-আরএসএস_বিজেপি_আমাদের_সংবিধানকে_বিকৃত_ও_পরিবর্তন_করার_ষড়যন্ত্র_করছে_খাড়গে
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস)পুতুল বলে অভিহিত করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৪ ১৫:২৯ Asia/Dhaka
  • আরএসএস-বিজেপি আমাদের সংবিধানকে বিকৃত ও পরিবর্তন করার ষড়যন্ত্র করছে : খাড়গে

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস)পুতুল বলে অভিহিত করেছেন।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রত্যেক বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর শুরু হয়েছিল সংবিধান প্রণয়নের প্রস্তুতি। 

আজ (শুক্রবার) প্রজাতন্ত্র দিবসে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি’র সমালোচনা করে বলেন, ‘আরএসএস এবং বিজেপি আমাদের সংবিধানকে বিকৃত করার এবং এতে পরিবর্তন করার ষড়যন্ত্র করছে। বিজেপি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ধ্বংস বা দুর্বল করার সমস্ত চেষ্টা করছে। মোদী সঙ্ঘের হাতের পুতুলের মতো আচরণ করছেন এবং আমাদের বিচার বিভাগ বা ধর্মনিরপেক্ষতাকে এর খেসারত দিতে হচ্ছে।’

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তিনি এক বার্তায় বলেন, ২০২৪ সাল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এই বছরই ঠিক করবে আমরা সংবিধান, গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল্যবোধ রক্ষা করতে পারব, নাকি এমন এক যুগে পৌঁছব যেখানে প্রতিটি মানুষ সমান হবে না। আমাদের সংবিধানে সকল নাগরিকের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার সমানভাবে দেওয়া হয়েছে, কিন্তু আজ সরকারের পক্ষ থেকেই এই অধিকারগুলোর ওপর হামলা হচ্ছে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি।   #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।