ইসরাইলে অভ্যন্তরীণ সংকট চরমে: বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানে ধর্মঘট
https://parstoday.ir/bn/news/west_asia-i153282-ইসরাইলে_অভ্যন্তরীণ_সংকট_চরমে_বৃহত্তম_আর্থিক_প্রতিষ্ঠানে_ধর্মঘট
পার্সটুডে-ইসরাইলের অন্যতম বৃহত্তম ব্যাংক হাপোয়ালিমের কর্মচারীরা ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ২২, ২০২৫ ১৫:৫০ Asia/Dhaka
  • ইসরাইলে অভ্যন্তরীণ সংকট চরমে: বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানে ধর্মঘট
    ইসরাইলে অভ্যন্তরীণ সংকট চরমে: বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানে ধর্মঘট

পার্সটুডে-ইসরাইলের অন্যতম বৃহত্তম ব্যাংক হাপোয়ালিমের কর্মচারীরা ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে।

ব্যাংক হাপোয়ালিম, ইসরাইলি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে, ইসরাইলের আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটি সরাসরি প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ব্যাংকের অভ্যন্তরে বিক্ষোভ অব্যাহত থাকলে বর্তমান অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার জন্য আরও বিস্তৃত পরিণতি হতে পারে। পার্সটুডে আরও জানায়, হিব্রু ভাষার ওয়েবসাইট আইসিই ঘোষণা করেছে: ইসরাইলের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক হাপোয়ালিমের কর্মীরা ব্যাংকের ব্যবস্থাপনার একতরফা পদক্ষেপের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘটে নেমেছে।

কর্মীরা আরও জানিয়েছে, বুধবার থেকে, শ্যারন অঞ্চলের ব্যাংকের সকল শাখা, যার মধ্যে রয়েছে রামাত হাশারন, হার্জলিয়া, রানানা, কফার সাবা, নেতানিয়া, উম্ম আল-ফাহম এবং কালানসওয়েহ শহরগুলো, ঝুঁকি ব্যবস্থাপনা, আইনি এবং আর্থিক বিভাগগুলো বন্ধ থাকবে।

ব্যাংক কর্মীরা যখন একটি বিশাল ছাঁটাই কর্মসূচির প্রতিবাদ করছেন, যার মধ্যে প্রায় ৭৭০ জন চাকরি ছাঁটাই এবং শত শত কর্মচারীকে জোরপূর্বক স্থানান্তর করা হচ্ছে তখন তারা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা বলছেন এই পদক্ষেপগুলো এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন ব্যাংকটি কোটি কোটি টাকা মুনাফা করেছে অথচ কর্মীদের ওপর অস্বাভাবিক কাজের চাপ সৃষ্টি করেছে।

শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচিকে কর্মপরিবেশ এবং গ্রাহক পরিষেবার উন্নয়নের জন্য হুমকি বলে মন্তব্য করেছে এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক যুদ্ধের ফলে ইসরা‌ইল যখন বৃহত্তর চ্যালেঞ্জের মুখোমুখি, তখন ব্যাংক হাপোয়ালিমের অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে। সামরিক উত্তেজনা, বিশেষ করে এই অঞ্চলে চলমান সংঘাত, ইসরাইলের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে এবং ভবিষ্যত সংকটের ক্ষেত্রে খাদ্য ও অর্থনৈতিক সম্পদের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।