দিল্লির ‘আম আদমি পার্টি’র সরকার পতনের ষড়যন্ত্র করছে বিজেপি
(last modified Sat, 27 Jan 2024 12:19:19 GMT )
জানুয়ারি ২৭, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka
  • দিল্লির ‘আম আদমি পার্টি’র সরকার পতনের ষড়যন্ত্র করছে বিজেপি

বিজেপি দিল্লির ‘আম আদমি পার্টি’র (আপ) সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

তিনি আজ (শনিবার) ওই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় কেজরিওয়াল বলেন, সম্প্রতি বিজেপি আমাদের ৭ বিধায়কের সঙ্গে দিল্লিতে যোগাযোগ করে এবং বলে, কিছুদিনের মধ্যে কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। তার পর বিধায়কদের দল ভাঙিয়ে নেওয়া হবে। দিল্লিতে আপের সরকার ভেঙে দেওয়া হবে। চাইলে আপনারাও আমাদের দলে যোগ দিতে পারেন। বিজেপির টিকিটে নির্বাচন লড়ার জন্য আমরা ২৫ কোটি টাকা দেবো। যদিও তাদের দাবি, তারা ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন বিধায়কের সঙ্গেই ওরা যোগাযোগ করেছে, এবং তারা সবাই প্রত্যাখ্যান করেছেন।

‘আপ’ প্রধান কেজরিওয়াল আরও বলেন, এর মানে হল, কোনও মদ দুর্নীতির তদন্ত করতে আমাকে গ্রেফতার করা হচ্ছে না। বরং, তারা দিল্লিতে আম আদমি  পার্টির সরকারকে পতনের ষড়যন্ত্র করছে। গত ৯ বছরে তারা আমাদের সরকার পতনের অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা কোনো সফলতা পায়নি। ঈশ্বর এবং মানুষ সবসময় আমাদের সমর্থন করেছেন। আমাদের সমস্ত বিধায়করাও ঐক্যবদ্ধ। এবারও এই লোকেদের ঘৃণ্য উদ্দেশ্য ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু প্রত্যেকবার ইডি দফতরে হাজিরা এড়িয়ে গেছেন তিনি।    

অন্যদিকে, কেজরিওয়ালের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি আজ বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল আজ একইভাবে মিথ্যা বলছেন, যেরকম আগেও ৭ বার বলেছেন যে আমাদের বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আমাদের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিগত ৭ বার যখনই কেজরিওয়াল এধরণের অভিযোগ করেছেন তার মধ্যে একবারও বলতে পারেননি কোন নম্বর থেকে ফোন করা হয়েছে, কোথায় বৈঠক হয়েছে, কে বা কারা যোগাযোগ করেছে এইসব কিছুই তিনি বলতে পারেননি। শুধু নিজের মতো বিবৃতি দিয়ে পালিয়ে যান। কেজরিওয়ালকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’র মুখোমুখি হওয়া উচিত এবং তাদের প্রশ্নের জবাব দেওয়া উচিত। তার এধরণের মিথ্যার রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেন বিজেপি নেতা কপিল মিশ্র।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।