ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার কংগ্রেস
(last modified Sun, 28 Jan 2024 06:54:24 GMT )
জানুয়ারি ২৮, ২০২৪ ১২:৫৪ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার কংগ্রেস

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর হামলার মধ্যে ভারত থেকে যুবকরা কর্মসংস্থানের জন্য ইসরাইলে যাওয়ার চেষ্টা চালানোয় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

এ প্রসঙ্গে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিজেপিশাসিত একাধিক রাজ্যের কথা উল্লেখ করে বলেন, উত্তর প্রদেশ ও হরিয়ানার মতো রাজ্যে বেকারত্বের শিকার হাজার হাজার যুবক যুদ্ধবিধ্বস্ত ইসরাইলে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় কাজ পেতে লাইনে দাঁড়িয়েছে। গতকাল (শনিবার) তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, চাকরির জন্য ইসরাইলে যুবকদের দীর্ঘ সারি কী আমাদের নিজের দেশে বেকারত্বের ভয়াবহ পরিস্থিতি দেখাচ্ছে না? এটা কী দ্রুত বর্ধনশীল কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতির সরকারের দাবিকে উপহাস করছে না? কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় মানুষ সংকটের সম্মুখীন, তাই তারা যুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত।

কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০২২-২০২৩ সালে গ্রামীণ ভারতে মানুষের দৈনিক মজুরি ছিল ২১২টাকা, যেখানে ২০১৪ সালে তা ছিল ২২০ টাকা। কংগ্রেসের সভাপতি বলেন, হাজার হাজার ভারতীয় যারা যুদ্ধের সময় তাদের জীবনের ঝুঁকি নিতে ইচ্ছুক, তারা ইসরাইলে কাজ করতে পছন্দ করেছে কারণ গত ৫ বছরে গ্রামীণ মজুরির বৃদ্ধি এবং কৃষি হার উভয়ই নেতিবাচক হয়ে উঠেছে। এ কারণে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি গত ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। এতে বোঝা যায় শিক্ষিত যুবকদের চাকরি নেই। জানা গেছে, উত্তর প্রদেশ সরকার ইসরাইলে যাওয়া শ্রমিকদের লক্ষনৌতে স্ক্রিনিং শুরু করেছে। অন্যদিকে, হরিয়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম (এইচকেআরএন) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১০ হাজার কর্মী নিয়োগ করছে তারা। ওই কর্মীদের ইসরাইলে কাজের জন্য পাঠানো হবে। শ্রমিক হিসেবে দক্ষ হতে হবে সেই কর্মীদের।

বেকরত্বের সমস্যায় ভুগছে হরিয়ানা। সেই রাজ্যে চাকরি না থাকার কারণে বিভিন্ন মহল থেকে রাজ্য সরকারের সমালোচনাও হচ্ছে। এই পরিস্থিতিতে ১০ হাজার কর্মী নিয়োগ করে ইসরাইলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা সেখানে যাবেন, বেতন হিসেবে পাবেন মোটা অঙ্কের টাকা। কেন্দ্রীয় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি) এবং পপুলেশন অ্যান্ড ইমিগ্রেশন অথরিটি ইসরাইলে কর্মখালির জন্য দেশের বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার নেওয়ার সূচি দিয়েছে। লোকসভা ভোটের মুখে তাতে দেখা যাচ্ছে, চলতি মাস জুড়ে বিজেপিশাসিত দুই রাজ্য, উত্তর প্রদেশ এবং হরিয়ানার প্রায় ২০টি জায়গায় সাড়ে চার হাজারেরও বেশি লোকের ওই সাক্ষাৎকার দেওয়ার কথা। গত ডিসেম্বরে হরিয়ানা কুশল রোজগার নিগম ইসরাইলে দশ হাজার নির্মাণশ্রমিক চেয়ে কর্মখালির বিজ্ঞাপন দিয়েছিল। রোহতকের তেমনই একটি শিবিরে এক সপ্তাহ ধরে রোজ গড়ে ৫/৬ শো লোক সাক্ষাৎকার দিয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে গত ৭ অক্টোবর যুদ্ধ ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরাইল। তার পরেই ইসরাইলে কর্মরত কমপক্ষে ৯০ হাজার ফিলিস্তিনির কাজের ছাড়পত্র বাতিল করে দিয়েছে যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ভারতে বেকারত্বের হার বেশি। ভারত থেকে সুলভে দক্ষ শ্রমিক পাওয়া সহজ। তাই এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে ইসরাইল সরকার। ভারত থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাদের।#

ট্যাগ