বিজেপিকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে হবে: মোশারফ হোসেন
https://parstoday.ir/bn/news/india-i134074-বিজেপিকে_উৎখাত_করতে_প্রয়োজনে_কাফনের_কাপড়_নিয়ে_মাঠে_নামতে_হবে_মোশারফ_হোসেন
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ও ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন হিন্দুত্ববাদী বিজেপিকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • মোশারফ হোসেন
    মোশারফ হোসেন

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ও ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন হিন্দুত্ববাদী বিজেপিকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার কথা বলেছেন।

তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দলীয় ধর্না-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। 

তৃণমূলের অভিযোগ, একশো দিনের কাজ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এসব ইস্যুতে আগেও বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতায় দলীয় বিধায়ক-এমপি ও নেতা-কর্মীদের নিয়ে ধর্না-অবস্থান কর্মসূচি হাতে  নিয়েছেন।  

আজ ধর্না-অবস্থানে বক্তব্য রাখার সময়ে বিধায়ক মোশারফ হোসেন কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনা করে তাদেরকে সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেন। মোশারফ হোসেন বলেন, দিল্লির প্রেসক্রিপশনে এই বাংলা চলবে না। আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। দুর্বার গতিতে আন্দোলন চলবে। আমরা এই বিজেপিকে বাংলা থেকে যেভাবে আমরা ২০২১ সালে খেলা খেলে বিজেপিকে উৎখাত করেছি, আগামীতে দিল্লি খেলা হবে। লড়াই হবে। এই সাম্প্রদায়িক বিজেপি, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার অপশক্তিকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব।’

কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, টাকা বন্ধ করে বাংলাকে অচল করা যাবে না। বিধায়ক মোশারফ বলেন, ২০২৪ সালের নির্বাচনে প্রয়োজনে রক্তের কসম খেয়ে মাঠে নামতে হবে, প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে হবে এবং বিজেপিকে উৎখাত করা আমাদের বাড়ি ফিরতে হবে বলেও মন্তব্য করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ও ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।