ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৮:৩৬ Asia/Dhaka
  • রাতের আঁধারে কেন ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদ?

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি এমপি দিল্লির মেহরাউলি এলাকায় কয়েকশো বছরের প্রাচীন একটি মসজিদকে গুঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সংসদে সোচ্চার হয়েছেন। ওই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন।

আজ (সোমবার) তিনি বলেন, আবুধাবিতে গিয়ে শেখ জায়েদ মসজিদে হাসিমুখে সেলফি তোলা প্রধানমন্ত্রী মোদী কেন মেহরাউলির ৭০০ বছরের পুরনো আখুন্দজি মসজিদ ভেঙে ফেলার চিৎকার শুনতে পান না?

প্রসঙ্গত, ২০১৫ সালে আবু ধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়ে তিনি মসজিদের নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ও মসজিদ নির্মাণের ভূয়সি প্রশংসা করে আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। বিখ্যাত ওই মসজিদটি পরিদর্শনের সময়ে তিনি সেলফিও তোলেন। দিল্লির একটি প্রাচীন মসজিদ গুঁড়িয়ে দেওয়ার বিষয় উল্লেখ করে আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপগড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেন।   

সম্প্রতি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) দিল্লির মেহরাউলি এলাকায় ৭০০ বছরের প্রাচীন একটি মসজিদকে অবৈধ কাঠামো বলে অভিহিত করে গুঁড়িয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে আজ ইমরান প্রতাপগড়ি বলেন, ‘ডিডিএ’ কর্মকর্তারা ভোর ৫টায় মেহরাউলিতে একটি মসজিদ, মাদ্রাসা এবং একটি মন্দির ভেঙ্গে ফেলেছে। যে ‘ডিডিও’ ১৯৫৭ সালে তৈরি হয়েছিল, সেই ডিডিও’র আত্মপ্রকাশের কয়েকশো বছর আগেকার পুরোনো মেহরাউলি মসজিদকে কীভাবে জবরদখল বলতে পারে? উন্নয়ন কর্তৃপক্ষ কী ১৯৯১ সালের উপাসনা আইন মানে না? সংসদ থেকে কয়েক ধাপ দূরে সুনেহরি বাগ মসজিদকে জবরদখল বলে অভিহিত করেছে!  এমতাবস্থায় ৭০০ বছরের পুরোনো ভবন গুঁড়িয়ে দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে তা দেশবাসীকে জানাবেন? 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি খুব ভোরে ডিডিএ কর্তৃপক্ষ কমপক্ষে ৭০০ বছরের পুরোনো মেহরাউলির মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।এলাকায় এটি আখুনজি মসজিদ নামে পরিচিত ছিল। এর পাশে ছিল মাদ্রাসা বাহারুল উলুম। সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়। ওই ইস্যুতে মুসলিমদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি দিল্লি হাইকোর্টে পৌঁছেছে। হাইকোর্ট দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (ডিডিএ) কাছে জানতে চেয়েছে কেন এই মসজিদ-মাদ্রাসা ভাঙা হল? সাত দিনের মধ্যে জবাব চেয়েছে আদালত। এবার বিষয়টি সংসদে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি এমপি।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।      

ট্যাগ