রাশিয়ায় ভাড়াটে সেনা হিসেবে নিয়োগের অভিযোগ, ভারতীয়দের সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়
রাশিয়ায় ভারতীয় শ্রমিকদের ভাড়াটে সেনা হিসেবে কাজ করানোর অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইস্যুতে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে।
সম্প্রতি এ প্রসঙ্গে কিছু রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে অভিযোগ করা হয়, বেশ কয়েকজন ভারতীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীতে নিযুক্ত করা হয়েছে। তাদের এখন ইউক্রেনে পাঠানো হয়েছে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
সম্প্রতি মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। ওই ইস্যুতে আজ (শুক্রবার) একটি বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা অবহিত রয়েছি যে, রুশ বাহিনীকে সহায়তা করার জন্য নিয়োগপত্রে সই করেছেন কয়েক জন ভারতীয়। ওই ব্যক্তিদের ছাড়ানোর জন্য ভারতীয় দূতাবাস নিয়মিত রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সকল ভারতীয়কে সতর্ক এবং এই সংঘাত থেকে দূরে থাকতে অনুরোধ করছি।’
সম্প্রতি সুফিয়ান নামে এক ভারতীয়ের পরিবারকে পাঠানো ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি পরিবারকে অনুরোধ করেন, দ্রুত যেন তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। সুফিয়ান হায়দরাবাদের বাসিন্দা। এর পরে সুফিয়ানের পরিবার এবং ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার আবেদন জানান। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এ নিয়ে সরকারিভাবে চিঠিও দেন সাংসদ ওইয়াইসি। চিঠিতে তিনি বলেন, ইউক্রেনে ১২ জন ভারতীয় আটকে রয়েছেন। তারা আহত, বিপদে রয়েছেন। ফিরে আসতে চাইছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যাতে দ্রুত হস্তক্ষেপ করে, সেই আবেদনও জানিয়েছেন তিনি। তারা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছেন বলেও জানান ওয়াইসি।
ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে যুবকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাশিয়া সরকারের সাথে আলোচনা করার অনুরোধ করেছিলেন। ওয়াইসি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, জম্মু-কাশ্মীর এবং উত্তর প্রদেশের যুবকদের গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, ভারতের ১২ জন যুবককে এজেন্টরা প্রতারিত করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যায়। এজেন্টরা বলেছিল তাদের (বেকার যুবকদের) বিল্ডিং সিকিউরিটির চাকরি দেওয়া হবে। কিন্তু প্রতারণার পরে তাদের রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে। এসবের পরে এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ইস্যুতে বিবৃতি দেওয়া হল। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন