পশ্চিমবঙ্গের মুসলিম বোন ও মেয়েরা ‘টিএমসি’র গুন্ডারাজকে উৎখাত করতে এগিয়ে আসবে: মোদী
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বা ‘টিএমসি’র বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে দুর্নীতি, গুন্ডামি, ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ করেছেন। একইসঙ্গে দেশে আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি রাজ্যের সবক’টি লোকসভা আসনেই জয়ের উপর জোর দিয়েছেন।
তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের আরামবাগে বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, পশ্চিমবঙ্গ উন্নত হলে, তবেই ভারত উন্নত হবে। এজন্য জরুরি হল, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত আসনে পদ্মফুল (বিজেপির প্রতীক) ফোটানো। তৃণমূলের অহংকার হল তাদের কাছে একটি ‘নিশ্চিত ভোটব্যাংক’ (সংখ্যালঘু) আছে। কিন্তু এবার তৃণমূলের এই দম্ভ চূর্ণ হবে। এবার মুসলিম বোন ও মেয়েরাও তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করতে এগিয়ে আসবে। এই লোকসভা নির্বাচনের ফল থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিদায়ের, তাদের পরাজয়ের কাউন্টডাউন শুরু হবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গ দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ (শুক্রবার) দিন হুগলির আরামবাগে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করেন এবং পরে দলীয় একটি জনসভায় বক্তব্য রাখেন। আগামীকাল তিনি নদিয়ার কৃষ্ণনগরের সমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি প্রধানমন্ত্রীকে বাংলা বিদ্বেষী বিজেপির প্রধান কর্ণধার বলে কটাক্ষ করেছেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নে বলা হয়- ‘আমাদের ১০০ দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের ‘মন কি বাত’ (মনের কথা)আপনি কবে শুনবেন? আপনার সরকার তো ওই খাতে বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার সমস্ত বঞ্চিত শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিচ্ছে।’
রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে দ্বিতীয় প্রশ্নে বলা হয়, ‘(কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে কী আপনি দল থেকে বহিষ্কার করবেন? না কী ওর সঙ্গেই এক মঞ্চে থেকে দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার ‘মোদী কি গ্যারান্টি’ প্রমাণ করবেন আরও একবার?’
অন্যদিকে, আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মহিলাদের ঝাঁটা ধরতে, অস্ত্র ধরতে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।