পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন সাবেক বিচারপতি অভিজিৎ, তীব্র সমালোচনা জয়প্রকাশের
-
জয়প্রকাশ মজুমদার
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিয়েছেন কোলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি আজ (শনিবার) বলেন, 'অবাধ নির্বাচন হলে রাজ্যে শাসকদল তৃণমূল মুছেও যেতে পারে। বিজেপির ফল অসম্ভব ভালো হবে। পুলিশ উপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে। সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে। চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা চলছে, এভাবে বেশিদিন চলতে পারে না। সন্দেশখালিতে মা-বোনের উপর অত্যাচার হল অথচ মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেখানকার যিনি এমপি তিনিও সেখানে যাননি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বলেন, রাজ্যের সাংঘাতিক খারাপ অবস্থা। এ রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। বেশিদিন চলতে পারে না। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ৩৫৬ ধারা জারি করা দরকার।
এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, উনি রাজনৈতিক উদ্দেশ্যে এসব কথা বলছেন। বাংলা একটা রাজ্য। তাতে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের নানা আইন বিধি আছে। তিনি নিজেকে বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, বা আইনজ্ঞ। তিনি জানেন না আইনগুলো কী? উনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো এক সুরে কথা বলছেন। চেষ্টা করে দেখুন না। একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চেষ্টা তো অভিজিৎ বাবু বিচারপতির চেয়ারে বসে সব থেকে বেশি করেছেন। এবং নিরপেক্ষতা দেখাননি। তিনি একটা দলের হয়ে কাজ করছিলেন, এতদিনে সেটা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন, সেটা ওই মুখোশধারী ব্যক্তির আরেকটা পরিচয়। পশ্চিমবঙ্গে তার কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেছেন রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।