হরিয়ানায় বিজেপির বড় ধাক্কা, দলীয় এমপি যোগ দিলেন কংগ্রেসে
(last modified Sun, 10 Mar 2024 14:34:51 GMT )
মার্চ ১০, ২০২৪ ২০:৩৪ Asia/Dhaka
  • হরিয়ানায় বিজেপির বড় ধাক্কা, দলীয় এমপি যোগ দিলেন কংগ্রেসে

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে হরিয়ানার বিজেপি এমপি ব্রিজেন্দ্র সিং দলত্যাগ করে প্রধান বিরোধী দল কংগ্রেসে যোগ দিয়েছেন।

তিনি আজ (রোববার) কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে দলটিতে শামিল হয়েছেন। বিজেপির সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী চৌধরি বীরেন্দ্র সিংহের পুত্র ব্রিজেন্দ্রের দলত্যাগে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিজেপি চাপে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন ব্রিজেন্দ্র সিং। হরিয়ানার হিসারের এমপি হিসেবে তাকে কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডাকে। এছাড়া ধন্যবাদ জানান হিসারের সাধারণ মানুষকেও। এর পরেই কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে উপস্থিত হন সাবেক আমলা ব্রিজেন্দ্র। কংগ্রেসের সিনিয়র নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক, দীপক বাবারিয়ার উপস্থিতিতে তিনি কংগ্রেসে শামিল হন।

বলা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে ব্রিজেন্দ্র সিংকে টিকিট দেয়া হবে না এমন জল্পনার মধ্যে তিনি বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিজেন্দ্র অবশ্য  বলেছেন, বিজেপির সঙ্গে তার আদর্শগত মিল হচ্ছিল না। কৃষকদের সমস্যা থেকে অগ্নিবীর প্রকল্প, এমনকী কুস্তিগিরদের প্রতিবাদ—বহু বিষয়েরই তিনি বিরোধিতা  করেছিলেন। কংগ্রেস পরিবারের সদস্য হতে পেরে তিনি খুশি বলে মন্তব্য করেছেন।  ব্রিজেন্দ্র সিং এর আগে বলেছিলেন, রাজনৈতিক কারণেই বিজেপি ছাড়তে বাধ্য  হচ্ছেন তিনি। পরে সংবাদ সংস্থাকে বলেন, হরিয়ানায় বিজেপি এবং জননায়ক জনতা পার্টি’র (জেজেপি) মধ্যে জোটে আপত্তি জানিয়েই তার এই দলত্যাগ।#       

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।