নাগাল্যান্ডে নির্বাচন বয়কটের হুমকি : পৃথক রাজ্যের দাবিতে এক সপ্তাহ ধরে বনধ অব্যাহত
https://parstoday.ir/bn/news/india-i135748-নাগাল্যান্ডে_নির্বাচন_বয়কটের_হুমকি_পৃথক_রাজ্যের_দাবিতে_এক_সপ্তাহ_ধরে_বনধ_অব্যাহত
ফ্রন্টিয়ার নাগা টেরিটরি নামে একটি পৃথক রাজ্য তৈরির দাবিতে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)–এর ডাকে একসপ্তাহ ধরে ধর্মঘট অব্যাহত রয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মার্চ ১৮, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • নাগাল্যান্ডে নির্বাচন বয়কটের হুমকি : পৃথক রাজ্যের দাবিতে এক সপ্তাহ ধরে বনধ অব্যাহত

ফ্রন্টিয়ার নাগা টেরিটরি নামে একটি পৃথক রাজ্য তৈরির দাবিতে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)–এর ডাকে একসপ্তাহ ধরে ধর্মঘট অব্যাহত রয়েছে।

‘ইএনপিও’ হল নাগা অঞ্চলের ৭টি উপজাতির শীর্ষ সংগঠন।এদের আন্দোলনের জেরে রাজ্যের ৬টি জেলায় মোন, তুয়েনসাং, কিফিরে, লংলেক, নকলাক এবং শামোতার-এ প্রভাব পড়েছে। দাবি পূরণ না হলে এই অঞ্চলে লোকসভা নির্বাচন বয়কট করার হুমকি দিয়েছে ‘ইএনপিও’। সংস্থাটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা করা নির্মাণ কাজও করতে দিচ্ছে না। এদিকে, বনধের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি শুরু হয়েছে। কন্যাখ ইউনিয়ন সাধারণ জনগণের কাছে পেট্রোল-ডিজেল, গ্যাস সিলিন্ডার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুদ রাখার জন্য অনুরোধ করেছে। বনধের সময়কাল  দীর্ঘ সময়ের জন্য হতে পারে। ফলে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

‘ইএনপিও’সভাপতি সাপিকিউ সাংতাম বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন্দ্রের উপর চাপ বাড়াতে আমরা সমস্ত বিধায়ক ও এমপিদের পদত্যাগ করতে বাধ্য করব। সাংতম বলেছেন ‘ইএনপিও’ লোকসভা নির্বাচনে অংশ নেবে না।এই সময়ের মধ্যে যে কোনও অপ্রীতিকর ঘটনার জন্য তারা দায়ী থাকবে না। নির্বাচনের পর কোনো আস্থা গ্রহণ করা হবে না।

‘ইএনপিও’২০১০ সাল থেকে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছে। এই সংগঠনটি চ্যাং, খিয়ামনিউনগান, কোনিয়াক, ফোম, সাংতাম, তিখির এবং ইমখিউং সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। নাগাল্যান্ড লোকসভা কেন্দ্র রাজ্যের একমাত্র আসন। এখানে ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে। উপজাতীয় খ্রিস্টান  অধ্যুষিত নাগাল্যান্ড আসনটি বর্তমানে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোটের হাতে রয়েছে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে নাগাল্যান্ড লোকসভা আসনের জন্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে, কে এল চিশি, ন্যাশনাল পিপলস পার্টির হায়ুথাং টোঙ্গে এবং বিদায়ী এমপি  তোখেহো ইয়েপথেমি ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (এনডিপিপি) টিকিটে প্রার্থী ছিলেন। ডাঃ এম এম থারোমওয়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মূল লড়াই ছিল কংগ্রেস ও এনডিপিপির মধ্যে। কিন্তু এনডিপিপির তোখেহো ইয়েপথেমি কংগ্রেস প্রার্থী কে এল চিশিকে ১৬ হাজার ৩৪৪ ভোটে পরাজিত করেছিলেন।   

বিরোধীদের দাবি, নব্বইয়ের দশকে কংগ্রেস সরকারের আমলে উন্নয়ন প্রকল্প রূপায়ণে জেলাভিত্তিক দাবিকে গুরুত্ব দেওয়া হলেও গত দু’দশকে উন্নয়নের ক্ষেত্রে শুধু কোহিমা-ডিমাপুর অঞ্চলকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আর সেই বঞ্চনা থেকেই উঠে এসেছে পৃথক রাজ্যের দাবি। উন্নয়নের ক্ষেত্রে অসাম্য দূর করার প্রতিশ্রুতি মিললেও বিজেপি জোটের সরকার কার্যকরী পদক্ষেপ করেনি বলে আন্দোলনকারীদের অভিযোগ। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।