অরুণাচলের ৩০ এলাকার চীনা নামকরণ: 'নির্বোধের মতো কাজ’ তোপ নয়াদিল্লির
https://parstoday.ir/bn/news/india-i136250-অরুণাচলের_৩০_এলাকার_চীনা_নামকরণ_'নির্বোধের_মতো_কাজ’_তোপ_নয়াদিল্লির
নয়াদিল্লি বারবার জোর দিয়ে বলছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ভারতের ছিল, আছে ও থাকবে। অন্যদিকে অরুণাচল নিয়ে অনড় অবস্থানে চীন। অরুণাচলকে তারা নিজেদের রাজ্য জ্যাংনান হিসাবেই দাবি করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২৪ ১৬:২১ Asia/Dhaka
  • অরুণাচলের ৩০ এলাকার চীনা নামকরণ: 'নির্বোধের মতো কাজ’ তোপ নয়াদিল্লির

নয়াদিল্লি বারবার জোর দিয়ে বলছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ভারতের ছিল, আছে ও থাকবে। অন্যদিকে অরুণাচল নিয়ে অনড় অবস্থানে চীন। অরুণাচলকে তারা নিজেদের রাজ্য জ্যাংনান হিসাবেই দাবি করছে।

ভারতের উত্তর-পূর্বের ওই রাজ্যের ৩০ জায়গার নতুন নামকরণ করেছে চীন। যা নিয়ে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাফ কথা, আপনার বাড়ির নতুন নাম দিলে, বাড়িটা কি আমার হয়ে যাবে? এসব নামকরণ করে কোনও লাভ হবে না। অরুণাচল ভারতে অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা পায়ে পা দিয়ে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে। অরুণাচল নিয়ে চীন নির্বোধের মতো কাজ করছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরও চীন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চীনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে। গত রোববার নতুন করে আরও তিরিশটি জায়গার চীনা নামকরণ করেছে বেইজিং। এদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই রাজ্যে দুটি দীর্ঘ টানেলের উদ্বোধন করেন। টানেল দুটি সেনাবাহিনীর জন্য খুবই প্রয়োজন ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টানেল উদ্বোধনের পর থেকেই বেইজিং অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করেছে। ভারতও পালটা জবাব দিয়েছে।#

পার্সটুডে/জিএআর/২