পশ্চিমবঙ্গে একটি ভোটও কংগ্রেস-সিপিএমকে নয়: মমতা
https://parstoday.ir/bn/news/india-i136588-পশ্চিমবঙ্গে_একটি_ভোটও_কংগ্রেস_সিপিএমকে_নয়_মমতা
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ২০১৯ এর চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন দলটির বর্ষীয়ান নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে একটি ভোটও কংগ্রেস-সিপিএমকে নয়: মমতা

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ২০১৯ এর চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন দলটির বর্ষীয়ান নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম ।

আজ (শনিবার) তিনি বলেন, ইন্ডিয়া জোট তামিলনাড়ু এবং কেরালায় বড় জয় পাবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, বিরোধীদের হিন্দুবিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরার কাজ করছে বিজেপি।

অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা তুলে ধরে সাবেক অর্থমন্ত্রী বলেন, এবারের লোকসভা ভোটে তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তিনি প্রধান ভূমিকা পালন করবেন। ২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেসের ১৯ টি আসন ছিল। এবার সেখান থেকে আসন বাড়বে বলেই জানান চিদাম্বরম।

এদিকে,উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নির্বাচনি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ বলেছেন, কেন্দ্রে সরকার গড়তে ইন্ডিয়া জোটকে সাহায্য করব কিন্তু বাংলায় একটি ভোটও কংগ্রেস-সিপিএমকে দেব না। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম বিজেপির পক্ষে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেন, বাংলাকে টাকা দেবেন না বলে আপনারা জানিয়েছেন তাহলে কেন বাংলা থেকে টাকা নেবেন? বিজেপিকে ফুটো ভাঁড় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এরআগে নির্বাচনি প্রচারে এসে তারা বলেছিল পনের লক্ষ অ্যাকাউন্টে টাকা দেবে; কিন্তু এক লাখ অ্যাকাউন্টে কি তারা টাকা দিয়েছিল? দেয়নি-কোথায় গেল সে পনের লক্ষ বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/জিএআর/১৩