মোদি পাকিস্তানকে ‘একঘরে’ করে দিলেও বাস্তবতা ভিন্ন : শিবসেনা
-
শিবসেনার মুখপত্র সামানা
ভারতে ক্ষমতাসীন বিজেপি’র শরিক দল শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরব দেশ সফর নিষ্ফলা প্রমাণিত হয়েছে। একইসঙ্গে শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে আজ (সোমবার) পাকিস্তান ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করা হয়েছে।
শিবসেনা বলেছে, কেবল সোশ্যাল মিডিয়াতে প্রচার ছড়ানো হচ্ছে যে, মোদিজি পাকিস্তানকে ‘একঘরে’ করে দিয়েছে। যদিও এর বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিকস্তরে কোনো দেশই পাকিস্তানের বিরুদ্ধে নয়, বরং তাদের পাশে রয়েছে।
‘সামনা’য় বলা হয়েছে, উরিতে হামলার পর একটি দেশকেও ভারতের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। কয়েকটি দেশ মৌখিক বিরোধিতার পর বিজেপি সমর্থিত সোশ্যাল মিডিয়া প্রচার করতে শুরু করেছে কীভাবে মোদিজি পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছেন। কিন্তু সত্য এটাই যে, রাশিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া বাতিল করেনি। চীন পাকিস্তানকে সমর্থন করেছে। ইন্দোনেশিয়াও তাই করেছে।’
শিবসেনা বলেছে, ‘উরিতে হামলার পর বলা হচ্ছিল, চীন পাকিস্তানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। যদিও সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং চীন পাকিস্তানকে কথা দিয়েছে তোমার ওপরে কোনো বিদেশি আক্রমণ হলে আমরা তোমাদের পাশে আছি। ওআইসি-ও কাশ্মির ইস্যুতে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। তাহলে আরব দেশে যাওয়ার কী ফায়দা হল? নেপালও পাকিস্তানের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখেছে। আর উরি হামলার পরেও ‘প্রিয় ওবামা’র দেশ আমেরিকা পাকিস্তানের নাম সরাসরি উচ্চারণ না করে সন্ত্রাসবাদকে নিন্দা করেছে। এ ধরণের বিরোধিতা এবং নিন্দায় আসলে ব্যর্থতাই প্রমাণিত হয়েছে।’
১৯৭১ সালের যুদ্ধের কথা তুলে ধরে শিবসেনা বলছে, সেসময় রাশিয়া ভারতের সাহায্যে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। সেরকম বন্ধুত্বের নিদর্শন আজ দেখা যাচ্ছে না।
শিবসেনার দাবি, জাতিসংঘে পাক প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মিরে অত্যাচারের বদলায় উরি হামলা হয়েছে। এর সহজ অর্থ হল উরি হামলার দায় স্বীকার করার সাহস দেখিয়েছে পাকিস্তান। তারা শত্রু রাষ্ট্র হলেও সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বুকের ছাতি আচমকা ৫৬ ইঞ্চি হয়ে গেল কী করে? এজন্য অবশ্য তাদের বীরত্ব নয়, আমরাই সেজন্য দায়ী।’
দলটির মুখপত্রে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান তো কবেই যুদ্ধ ঘোষণা করেছে। পাঠানকোট থেকে শুরু করে উরি পর্যন্ত রক্তের ধারা বইয়েছে। সেনাবাহিনীর জওয়ানদের আত্ম-বলিদান অব্যাহত রয়েছে, আর আমাদের ‘দিল্লিশ্বর’ আজও পাকিস্তানকে সর্বশেষ হুঁশিয়ারি দিয়েই নিজেকে ধন্য মনে করছেন।’
শিবসেনার পক্ষ থেকে দেশ সঙ্কটের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬