ভারতে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ৫ বছরের জন্য নিষিদ্ধ
https://parstoday.ir/bn/news/india-i25831-ভারতে_জাকির_নায়েকের_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন_৫_বছরের_জন্য_নিষিদ্ধ
ভারতের মহারাষ্ট্রের ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০১:৪৮ Asia/Dhaka
  • ভারতে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ৫ বছরের জন্য নিষিদ্ধ

ভারতের মহারাষ্ট্রের ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া নোটের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞায় অনুমোদন দেয় এবং অবিলম্বে তা কার্যকর হবে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

খসড়া নোটে বলা হয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান হিসেবে জাকির নায়েক বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। মহারাষ্ট্র পুলিশ এগুলো তদন্ত করেছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণদের জড়িত করার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে মহারাষ্ট্র রাজ্যে পুলিশ।

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিসভায় তোলা প্রস্তাবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং জোর করে ধর্মান্তরিত করার চেষ্টার’ জন্য এনজিওটি নিষিদ্ধের পক্ষে আইনি ব্যাখ্যা দেয়া হয়। এতে বলা হয়, জাকির নায়েক ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শত্রুতা তৈরির পাশাপাশি ভারত ও বিদেশে তরুণদের সন্ত্রাসী কার্যক্রমে উদ্বুদ্ধ করছে।

প্রস্তাবে আরও বলা হয়, “এ ধরনের বিভেদমূলক আদর্শ ভারতের বহুত্ববাদী ও সেক্যুলার সামাজিক চেতনার পরিপন্থি এবং এটাকে ভারতের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টিকারী হিসেবে দেখা যায়। এ জায়গা থেকে এটি বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত।”

আইআরএফের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার সুপারিশ করে প্রস্তাবে বলা হয়, তা না করলে আরও তরুণের বিভ্রান্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

জাকির নায়েকের মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান পিস টিভি। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা জাকির নায়েক দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে একদল জঙ্গি। ওই হামলায় জড়িতদের অন্তত দুজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন। তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণের সন্ত্রাসী সংগঠন দায়েশে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমানোর খবরও এসেছে। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জুলাইয়েই জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। মহারাষ্ট্র রাজ্য সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়। ইতোমধ্যেই জাকির পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই প্রতিষ্ঠানের কার্যকলাপ খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা।

এদিকে, গুলশান হত্যাকাণ্ডের পর হামলাকারীদের জাকির নায়েকের বক্তব্য অনুসরণের খবর প্রকাশের পর বাংলাদেশ সরকারও পিস টিভি বন্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬