রাম জন্মভূমিতে মসজিদ তৈরি করা যাবে না- স্বামী: প্রতিক্রিয়া জিলানির
https://parstoday.ir/bn/news/india-i37384-রাম_জন্মভূমিতে_মসজিদ_তৈরি_করা_যাবে_না_স্বামী_প্রতিক্রিয়া_জিলানির
ভারতে বিজেপির সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী এমপি বাবরী মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক প্রসঙ্গে বলেছেন, ‘হিন্দু-মুসলিম ঐক্য করতে হলে মসজিদ যেকোনো জায়গায় তৈরি করে নিন। যেখানে রামের জন্ম হয়েছে সেখানে করা যাবে না। ওখানে মন্দির ছিল, ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে।’  
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ০৫, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
  • বিজেপি সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী এমপি
    বিজেপি সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী এমপি

ভারতে বিজেপির সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী এমপি বাবরী মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক প্রসঙ্গে বলেছেন, ‘হিন্দু-মুসলিম ঐক্য করতে হলে মসজিদ যেকোনো জায়গায় তৈরি করে নিন। যেখানে রামের জন্ম হয়েছে সেখানে করা যাবে না। ওখানে মন্দির ছিল, ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে।’  

স্বামী বলেন, সংবিধানের ২৫ ধারা অনুসারে আমার মৌলিক অধিকার রয়েছে যে, আমার বিশ্বাস অনুসারে যেখানে ইচ্ছা উপাসনা করতে পারি।

বৃহস্পতিবার স্বামী বাবরী মসজিদ-রাম জন্মভূমি বিতর্কে আদালতে জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মুসলিমরা যদি ওই মামলায় সমঝোতা করতে না চায় তাহলে এর সমাধান আদালত থেকেই হবে। এলাহাবাদ হাইকোর্টে আমরা জয়ী হয়েছি। যেখানে (বাবরী মসজিদের) মধ্য গম্বুজ ছিল, বিশ্বাস অনুসারে সেটাই রামলালার জন্মস্থান।’

বাবরী মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফরইয়াব জিলানি

স্বামীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাবরী মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী জাফরইয়াব জিলানি বলেন, ‘স্বামী মুসলিমদের ভয় দেখানো, হুমকি দেয়া বন্ধ করুন। বিচারব্যবস্থার ওপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা আইনের প্রতি দায়বদ্ধ। আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব।‘    

জাফরইয়াব জিলানি সম্প্রতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী (উত্তর প্রদেশ) যোগী আদিত্যনাথ থাকাকালীন অযোধ্যা ইস্যুতে মুসলিমরা আলাপ আলোচনায় সুবিচার পাবে না। কারণ, তারা দু’জনেই বিজেপি নেতা এবং রাম মন্দির আন্দোলনের প্রবল সমর্থক।

সুপ্রিম কোর্টে বাবরী মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক বিচারাধীন থাকায় আদালত সম্প্রতি ওই ইস্যুটি উভয়পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে নিষ্পত্তি করার পরামর্শ দেয়। বিষয়টি স্পর্শকাতর আখ্যা দিয়ে প্রয়োজন হলে আদালত মধ্যস্থতা করবে বলেও জানায়। কিন্তু গত ১৫ এপ্রিল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড তাদের বিশেষ বৈঠকে আলাপ-আলোচনার পরামর্শকে নাকচ করে দিয়ে আদালতের মাধ্যমেই ওই ইস্যুর সামাধানের কথা জানায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫