বাবরী মসজিদ মামলার দ্রুত শুনানির পক্ষে মুসলিম পার্সোনাল ল’বোর্ড
https://parstoday.ir/bn/news/india-i52435-বাবরী_মসজিদ_মামলার_দ্রুত_শুনানির_পক্ষে_মুসলিম_পার্সোনাল_ল’বোর্ড
ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ইস্যুতে আগামী ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইনি বিষয় খতিয়ে দেখতে আজ (শনিবার) দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ১৯:৫৪ Asia/Dhaka

ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ইস্যুতে আগামী ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইনি বিষয় খতিয়ে দেখতে আজ (শনিবার) দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

দিল্লির ইন্ডিয়ান ইসলামিক কালচারাল সেন্টারে ল’বোর্ডের সদস্যরা আইন বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। সেখানে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। 

মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সচিব ও বাবরী মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী জাফরইয়াব জিলানি বলেন, মুসলিম পার্সোনাল ল’বোর্ড আদালতে দ্রুত শুনানির পক্ষে। এজন্য আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে মুসলিমদের পক্ষ থেকে জোরালোভাবে আইনি দিক তুলে ধরার প্রস্তুতি নেয়া হয়েছে।

জাফরইয়াব জিলানি বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি- অযোধ্যা ইস্যুতে দ্রুত শুনানি হোক। আমরা চাই সুপ্রিম কোর্টে ওই বিষয়ে বিস্তারিত শুনানি হোক এবং সমস্ত নথি বিবেচনা করে সুপ্রিম কোর্ট সকল পক্ষের কথা সম্পূর্ণভাবে শুনুক। এ নিয়ে যেন কোনোভাবে তাড়াহুড়ো না করা হয়।’

বাবরী মসজিদ ভাঙার দৃশ্য

মুসলিম পার্সোনাল ল’বোর্ডের নির্বাহী কমিটির সদস্য কামাল ফারুকি বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা আশা করছি রায় আমাদের পক্ষে যাবে।’ ওই বৈঠকে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের শীর্ষনেতা মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানিসহ মহাসচিব মাওলানা ওয়ালি রহমানি ও অন্যরা উপস্থিত ছিলেন।

'বাবরী মসজিদ বিতর্কিত বিষয় নয়'

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মুহাম্মদ নূরুদ্দিন আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘ভারতে একটা সংবিধান ও বিচারব্যবস্থা আছে। আমরা মনে করি না যে, বাবরী মসজিদ বিতর্কিত বিষয়। তবুও এ নিয়ে অন্যরা যে দাবি করেছে ও মসজিদ দখল করে ভেঙে দিয়েছে সেজন্য বাবরী মসজিদ অ্যাকশন কমিটি থেকে শুরু করে অন্যরা বিচার চেয়েছে। আদালত এ ব্যাপারে বিচার করবে। আদালত যেটা বিচার করবে আমরা তা মেনে নেব। রায়ের ব্যাপারে আগেভাগে কোনো মন্তব্য করতে চাই না।’   

মুহাম্মদ নূরুদ্দিন

মুহাম্মদ নূরুদ্দিন বলেন, ‘আমাদের দৃঢ় ধারণা বাবরী মসজিদ এবং তার যে জায়গা সুন্নী ওয়াকফ বোর্ডের নামে আছে তা নিয়ে কোনো অস্পষ্টতা নেই এবং এটা যে মসজিদ তা নিয়ে কোনো সন্দেহ নেই। বহু ঐতিহাসিক তথ্যে প্রমাণিত হয়েছে ওই মসজিদ নির্মিত হওয়ার আগে সেখানে কোনোভাবেই কোনো মন্দির ছিল না। সুতরাং আদালত যদি এসব বিষয় বিচার করে তাহলে প্রমাণিত হবে এটা মসজিদ ছিল এবং মসজিদই থাকবে।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩