ভারতে বোরকা নিষিদ্ধের দাবি শিবসেনার, বিরোধিতা করলেন রামদাস আতাওয়ালে
(last modified Wed, 01 May 2019 11:00:54 GMT )
মে ০১, ২০১৯ ১৭:০০ Asia/Dhaka
  • ভারতে বোরকা নিষিদ্ধের দাবি শিবসেনার, বিরোধিতা করলেন রামদাস আতাওয়ালে

ভারতে হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সহযোগী দল শিবসেনা বোরকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। আজ (বুধবার) হিন্দুত্ববাদী শিবসেনার মুখপত্র ‘সামনা’য় ওই দাবি জানানো হয়েছে।

শ্রীলঙ্কায় সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহতের ফলে সেদেশে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে বোরকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷ মুখ ঢেকে প্রশাসনের পক্ষে নাগরিকদের শনাক্ত করার কাজ কঠিন করে দেবেন না৷’

শিবসেনার দাবি, সরকারি পরিসংখ্যান যাই হোক না কেন কলম্বোয় ধারাবাহিক বোমা বিস্ফোরণে পাচশ’র বেশি নিরপরাধ ব্যক্তি শিকার হয়েছেন। শ্রীলঙ্কা এলটিটিই’র সন্ত্রাস থেকে মুক্ত হয়েছে এবার দেশটি ইসলামী সন্ত্রাসের শিকার হয়েছে। তাদের প্রশ্ন, শ্রীলঙ্কা ফ্রান্স, নিউজিল্যান্ড ও ব্রিটেনের মতো দেশগুলো যেভাবে কঠিন পদক্ষেপ নিয়েছে সেভাবে আমরা কবে পদক্ষেপ গ্রহণ করব?

শিবসেনা বলেছে, ‘আমরা (শ্রীলঙ্কার) ওই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং প্রধানমন্ত্রী মোদিও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদক্ষেপে সঙ্গতি রেখে ভারতেও বোরকা এবং নিকাব নিষিদ্ধ করুন। জাতীয় স্বার্থে ওই দাবি জানানো হচ্ছে। ফ্রান্সেও সন্ত্রাসী হামলার পরে সেখানে বোরকা নিষিদ্ধ হয়েছে। ফ্রান্স, নিউজিল্যান্ড ও ব্রিটেনেও এমন হয়েছে। এব্যাপারে ভারত পিছিয়ে রয়েছে কেন? বোরকার আড়ালে সন্ত্রাসবাদ ছড়ানোর উদাহরণ রয়েছে। তুরস্ক মুসলিম রাষ্ট্র হলেও কামালপাশার যখন সন্দেহ হয়েছিল বোরকার নেপথ্যে কিছু হচ্ছে তখন তিনি নিজের দেশে মুসলিম তরুণদের দাড়ি ও বোরকা নিষিদ্ধ করেছিলেন।’

শিবসেনা বোরকার বিরোধিতা করতে দীর্ঘ সাফাই শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছে রাবণের লঙ্কায় যা হয়েছে (বোরকা নিষিদ্ধ) রামের অযোধ্যায় (ভারতে) তা কবে হবে?

এব্যাপারে ভারতীয় রিপাবলিকান পার্টির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে বলেছেন, শিব সেনার ওই দাবি ভুল। বোরকা পরিহিতা প্রত্যেক নারী সন্ত্রাসী নয়। এটা ওদের ঐতিহ্যগত পরিচ্ছদ। এটা তাদের অধিকার এবং তাঁরা এটা পরিধান করতে পারে। যদি তারা সন্ত্রাসী হয় তবে তাদের বোরকা অপসারণ করা যেতে পারে। ভারতে বোরকা নিষিদ্ধ করা উচিত নয় বলেও রামদাস আতাওয়ালে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১