ভারতে উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত
https://parstoday.ir/bn/news/india-i70984-ভারতে_উৎসাহ_উদ্দীপনায়_ঈদুল_ফিতর_উদযাপিত
ভারতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। এউপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও অন্যরা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ০৫, ২০১৯ ১৯:৫৬ Asia/Dhaka
  • ভারতে উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত

ভারতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। এউপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও অন্যরা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘সকলকে জানাই খুশির ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি- এটাই হোক আমাদের মন্ত্র।’

ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশে গণপিটুনির ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

মাওলানা বুখারী বলেন, ‘ঈদের খুশি সকলের জন্য একটি ভাল বার্তা নিয়ে আসে। দ্বিতীয়বারের মত নরেন্দ্র মোদি দেশটির দায়িত্বভার গ্রহণ করেছেন, ক্ষমতায় আসার পরে তিনি কিছু আশ্বাস দিয়েছেন। আমি আশা করি তিনি তা পূরণ করবেন যাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস কায়েম থাকে। সরকারের দায়িত্ব হচ্ছে গণপিটুনির ঘটনা বন্ধ করা যাতে দেশ এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি একই পরিস্থিতি থাকে তাহলে তা দেশের জন্য কোনোভাবেই ঠিক নয়।’

আজ দিল্লিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুহেল মাহমুদ দিল্লির জামা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। গত রাতে ব্যক্তিগত সফরে তিনি ভারতে এসেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) তিনি ইসলামাবাদে ফিরে যাবেন। মাহমুদ এরআগে দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনার ছিলেন। গত  এপ্রিলে পাক সরকার তাকে পররাষ্ট্র সচিব নিযুক্ত করে। তার পরিবার এখনও ভারতে বাস করছেন কারণ তার সন্তানরা এখনও এখানে পড়াশোনা করছেন।

আজ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও অভিনেতা রাজা মুরাদ ঈদের নামাজে অংশ নেয়া মুসুল্লিদের শুভেচ্ছা জানান।

দিল্লিতে আজ কাশ্মিরিগেট স্থিত পাঞ্জাশরীফে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভি ঈদের নামাজ আদায় করেন। পার্লামেন্ট স্ট্রিট মসজিদে সাবেক ভাইস-প্রেসিডেন্ট হামিদ আনসারি, কংগ্রেসের সিনিয়র নেতা গুলামনবী আজাদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন নামাজ আদায় করেন। সমাজবাদী পার্টির নেতা মুহাম্মাদ আজম খান উত্তর প্রদেশের রামপুরে নামাজ আদায় করেন। ক্রিকেটার ইউসুফ পাঠান গুজরাটের ভদোদরাতে নামাজ আদায় করেন।

জম্মু-কাশ্মিরে আজ ঈদের নামাজ শেষে কিছু এলাকায় প্রতিবাদী তরুণরা বিক্ষোভ প্রদর্শন করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আজ নামাজ শেষে উত্তর কাশ্মিরের সোপোর ও দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শ্রীনগরের জামিয়া মসজিদ এলাকায় মুখ ঢাকা বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের পাশাপাশি নিহত সন্ত্রাসী জাকির মুসা ও জৈশ-ই-মুহাম্মাদ প্রধান মাসুদ আজহারের প্রতিকৃতি সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৫