এনআরসি বাতিলের বিরুদ্ধে ও ‘ক্যাব’ বাতিলের দাবিতে অসম বিধানসভায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i75547-এনআরসি_বাতিলের_বিরুদ্ধে_ও_ক্যাব’_বাতিলের_দাবিতে_অসম_বিধানসভায়_বিক্ষোভ
ভারতের অসমে জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের বিরোধিতা ও নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ বাতিলের দাবিতে অসম বিধানসভায় বিরোধী দলীয় বিধায়করা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল (বৃহস্পতিবার) নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি)কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১৩:৪৮ Asia/Dhaka
  • এনআরসি বাতিলের বিরুদ্ধে ও ‘ক্যাব’ বাতিলের দাবিতে অসম বিধানসভায় বিক্ষোভ

ভারতের অসমে জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের বিরোধিতা ও নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ বাতিলের দাবিতে অসম বিধানসভায় বিরোধী দলীয় বিধায়করা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল (বৃহস্পতিবার) নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি)কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা।

এদিন অধিবেশনের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ‘ক্যাব’, ‘এনআরসি’, ‘অসম চুক্তি’ ইত্যাদি প্রসঙ্গে মুলতুবি প্রস্তাব দেন বিরোধী কংগ্রেস ও এআইইউডিএফ বিধায়করা। তাঁদের দাবি, যাবতীয় কার্যক্রম বাতিল করে নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী বিরোধীদের প্রস্তাবে সম্মত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে এসে প্ৰতিবাদে সোচ্চার হন এআইইউডিএফ ও কংগ্রেস বিধায়করা। এসময় হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এআইইউডিএফ এবং কংগ্রেস বিধায়করা বিধানসভার বাইরে মেঝেতে বসে, শুয়ে ‘ক্যাব’-এর বিরোধিতা করেন।

কংগ্রেসের বিধায়করা বেশ কয়েক ঘণ্টা বিধানসভার বাইরে মেঝেতে বসে, শুয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ করেন। ‘জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করো’, ‘এনআরসি বাতিল প্রক্রিয়া বন্ধ করো’, ‘এনআরসিকে বাতিল না করে একজন নিরপেক্ষ কর্মকর্তা কর্তৃক এনআরসির নবায়ন করো’, ‘অক্ষরে অক্ষরে রূপায়ণ করো অসম চুক্তি’, ‘এনআরসি ছুট ১৯ লাখ মানুষকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করো’, ‘অসমিয়া  ভাষা-সংস্কৃতি ধ্বংস করা বন্ধ করো’, ‘ক্যাব-এর পক্ষাবলম্বনকারী মুখ্যমন্ত্রী হায়-হায়’, ‘অসম সরকার হায়-হায়’, ‘কোথায় গেল  বিজেপির জাতি মাটি ভিটে রক্ষা করার অঙ্গীকার’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদী কংগ্রেসি বিধায়করা বিধানসভার মূল প্রবেশদ্বার চত্বর উত্তাল করে তোলেন। অসমের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, নাগরিকত্ব বিলের বিরোধিতা না করলে অসমে যে সরকার চলছে তাঁরা জাত-মাটি-ভেটি বিক্রি করে দেবে।

এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অসমের সাবেক মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, সাবেক মন্ত্রী ও বিধায়ক রাকিবুল হুসেন, অজন্তা নেওগ, বিধায়ক রাকিবুদ্দিন আহমেদ, আব্দুল হাই নাগরি, আবুল কালাম রশিদ আলম, ওয়াজেদ আলী চৌধুরী, কমলাক্ষ দে পুরকায়স্থ, রূপজ্যোতি কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।