তদন্তের নির্দেশ
ছত্তিসগড়ে ক্যাম্পে সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে ৫ পুলিশ নিহত
ভারতের ছত্তিসগড়ের একটি ক্যাম্পে নিজেদের মধ্যে এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে আধা সামরিক বাহিনী ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ৬ সদস্য নিহত ও অন্য দুই জওয়ান আহত হয়েছেন।
আজ (বুধবার) নারায়ণপুর জেলার আইটিবিপি’র ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের কাদেনার ক্যাম্পের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ এক জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যার পরে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হন। অন্য একটি সূত্র বলছে- হামলাকারী ওই জওয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, কোনও বিষয় নিয়ে নিজেদের মধ্যে বচসার জেরে এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকাই গুলিবর্ষণ শুরু করেন। পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করার পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অন্যদের লক্ষ্য করে গুলি চালান।’
ভয়াবহ ওই হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। গুরুতর আহত দুই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইটিবিপি’র পক্ষ থেকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদুল রহমান নামে অভিযুক্ত জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন।
গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, বহুদিন কাজ থেকে ছুটি না পেয়ে হতাশায় ভুগছিলেন অভিযুক্ত ওই জওয়ান। তার জেরেই তিনি ওই ঘটনা ঘটান। যদিও গোটা ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।