চুরুলিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে সংঘর্ষ, পা ভাঙল পুলিশ কর্মকর্তার
https://parstoday.ir/bn/news/india-i79076-চুরুলিয়ায়_কোয়ারেন্টাইন_সেন্টার_নিয়ে_সংঘর্ষ_পা_ভাঙল_পুলিশ_কর্মকর্তার
ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করাকে কেন্দ্র করে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) ওই ঘটনায় জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ঘোষের পা ভেঙে যাওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৪, ২০২০ ১৮:৪২ Asia/Dhaka
  • জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ঘোষ আহত
    জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ঘোষ আহত

ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করাকে কেন্দ্র করে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) ওই ঘটনায় জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ঘোষের পা ভেঙে যাওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জামুড়িয়া থানা এলাকার চুরুলিয়াতে একটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করাকে কেন্দ্র করে কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা কোয়ারেন্টাইন সেন্টার অন্য জায়গায় করার দাবি জানাচ্ছিলেন। তাদের দাবি, জনবসতির মধ্যে করোনা সন্দেহে কোনও বহিরাগতদের এখানে রাখা যাবে না। তাদের থেকে এলাকায় মহামারী ছড়িয়ে পড়তে পারে।

আজ (মঙ্গলবার) সকালে ওই কোয়ারেন্টাইন সেন্টারে কয়েকজনকে রখার জন্য নিয়ে যাওয়া হলে গ্রামবাসীদের ধূমায়িত ক্ষোভ চরমে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। লোহার রড ও লাঠি নিয়ে আচমকা পুলিশের ওপরে হামলা চালায় একদল গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশও। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় চুরুলিয়া এলাকা। এমনকি মোটরবাইকসহ গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

ওই ঘটনার খবর পেয়ে অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ঘোষ। এসময় তার ওপরেও হামলা চালায় উন্মত্ত জনতা। লাঠি, রড ইত্যাদি দিয়ে মারধর করার ফলে সুব্রতবাবুর পা ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে কয়েকজন নারী পুলিশকর্মীও আছেন বলে খবর। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করার পাশাপাশি হামলাকারীদের ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।