কথাবার্তা: জাতিসংঘে কাশ্মীর নিয়ে খোঁচা তুরস্কের, নাক না গলানোর হুঁশিয়ারি ভারতের
(last modified Wed, 23 Sep 2020 10:21:59 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৬:২১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! ২৩ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • কারওয়ান বাজারে সৌদিপ্রবাসীদের দুই দফা অবরোধ-প্রথম আলো
  • করোনা মেট্রোরেলের সবকিছু ওলট-পালট করে দিয়েছে-সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
  • করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী -যুগান্তর
  • বাংলাদেশ নমুন পরীক্ষায় জাপানের কাছাকাছি আছে-তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • প্রতিরক্ষা কূটনীতি' দিয়ে বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র -ইত্তেফাক
  • সাহায্য পাওয়ার জন্য নয়, বলছি সতর্ক করার জন্য-শেখ হাসিনা-সমকাল
  • ২৪ ঘন্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু-মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে খোঁচা তুরস্কের,অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক না গলানোর’ হুঁশিয়ারি ভারতের -সংবাদ প্রতিদিন
  • কৃষি বিল নিয়ে আপত্তি জানাতে বিকেলে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বিরোধীরা-আনন্দবাজার পত্রিকা
  • অবাধ ছাঁটাই!‌ বিরোধীদের বয়কটের মাঝেই রাজ্যসভায় পাশ বিতর্কিত ৩ শ্রম বিল-আজকাল

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম..

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. চীন থেকে বাংলাদেশকে দূরে রাখতে ‘প্রতিরক্ষা কূটনীতি’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দৈনিক মানবজমিনের এ খবর সম্পর্কে আপনি কী বলবেন?

২. ইয়েমেনকে সামরিক প্রযুক্তি দিয়েছে ইরান- একথা জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি। প্রশ্ন হচ্ছে- ইরান কেন এই তথ্য প্রকাশ করছে এখন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

‘প্রতিরক্ষা কূটনীতি' দিয়ে বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র-দৈনিক ইত্তেফাক

চীনের অর্থনৈতিক প্রভাব থামানোর জন্য সাম্প্রতিক সময়ে নিজেদের সামরিক অস্ত্র অধিকহারে কিনতে বাংলাদেশকে প্রলুব্ধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি ‘উদীয়মান’ শক্তি মনে করে দেশটি। আর এ কারণে বাংলাদেশের মতো উদীয়মান মিত্রের ওপর চীনের অর্থনৈতিক প্রভাব থামাতে চাইছে যুক্তরাষ্ট্র। জাপানের সংবাদমাধ্যম নিক্কি এশিয়ান রিভিউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এ মাসের শুরুর দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দেখাশোনা করেন, তাকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন করার ঘটনা বিরল। ওই ফোনে তিনি দক্ষিণ এশিয়ার এ দেশটিকে ২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকায়নে সহায়তার প্রস্তাব দেন।

কারওয়ান বাজারে সৌদিপ্রবাসীদের দুই দফা অবরোধ-দৈনিক প্রথম আলো

টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের ঢাকায় বিক্ষোভ

সৌদি আরবে ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে আজ বুধবারও বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তাঁরা। এ ছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। তারা বলেছে টিকিটি না পেলে তারা আত্মহত্যা করবে।দুপুরে প্রায় ২০ মিনিট ধরে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন সৌদিপ্রবাসীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার কিছু আগে অবরোধ তুলে নেন। সড়কে যান চলাচল শুরু হলেও যানজট রয়েছে।

করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে। সেকেন্ড ওয়েভ মোকাবেলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চল‌া ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

‘মেট্রোরেলের সবকিছু ওলট-পালট করে দিয়েছে করোনা’-দৈনিক যুগান্তর

মহামারি করোনাভাইরাস মানুষের জীবনের মত মেট্রোরেল প্রকল্পেরও সবকিছু ওলট-পালট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, নতুন নতুন সংকট শুরু হয় এ প্রকল্পে, সমাধানের জন্যও পথ খোঁজা হয়। করোনাভাইরাস সবকিছু উলট-পালট করে দিয়েছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, এই মহামারীতে মেট্রোরেলের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পে অধিকাংশ জাপান ও থাইল্যান্ডের প্রকৌশলী পরামর্শকরাই কাজ করছেন।

সেতুমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ৬টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আওতায় নির্মাণ করা হবে ১ শ’ ২৮ কিলোমিটার রুট, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে এবং ৬১ কিলোমিটার হবে পাতাল পথে।

তিনি বলেন, সংশ্লিষ্টদের করোনা শনাক্ত হলে কিংবা উপসর্গ থাকলে প্রকল্প এলাকায়ই কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পাশাপাশি করোনাকালে সংশ্লিষ্ট কর্মীদের প্রকল্প এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। করোনা দীর্ঘায়িত হতে পারে এমন বিবেচনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কর্মীদের জন্য দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে। উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যাবিশিষ্ট এবং গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আইসিইউ সুবিধাসহ সব সুবিধাই রাখা হয়েছে। দেশে কোনো উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের নজির এই প্রথম।

লাদাখে যুদ্ধের আবহ জিইয়ে রেখে জাতিসংঘে শান্তির বার্তা চীনের!-বাংলাদেশ প্রতিদিন

লাদাখ

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে চীন কোনো ধরনের যুদ্ধে আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ভারতকে পরোক্ষে বার্তা দিয়ে জাতিসংঘের সাধারণ সভায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট। 

কহস্এ

শি জিনপিং (ফাইল ফটো)

মন একটা সময়ে চীনা প্রেসিডেন্ট জাতিসংঘে এই ভাষণ দিলেন, যখন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে চরম উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়ে রয়েছে। সংঘাতের আশঙ্কায় দু-পক্ষই সেনা জড়ো করে রেখেছে।

শি জিনপিং বলেন, ঠান্ডা বা গরম, কোনো লড়াই আমরা লড়তে চাই না। চীন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ। আমরা কখনোই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই।

সীমান্ত উত্তেজনায় দু'দেশের বিমান বাহিনী ঘাঁটিওগুলিও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে। কূটনৈতিক থেকে সামরিক নানা পর্যায়ে একাধিকবার দু-দেশের মধ্যে বৈঠকের পরেও লাদাখে উত্তেজনা কমেনি। আলোচনায় দু-পক্ষই সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও চীন শেষ পর্যন্ত সে কথা রাখেনি। নামমাত্র কয়েকটি জায়গায় সেনা সরালেও দেখা গিয়েছে অন্যত্র বাড়িয়েছে। ফলে পূর্ব লাদাখে গালওয়ান সংঘাতের কয়েক মাস পরেও উত্তেজনা আবহের এতটুকু বদল হয়নি।

গত জুনে লাদাখে চীনা বাহিনীর আগ্রাসনের পর থেকে সীমান্তে উত্তেজনা চরমে। একাধিকবার ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। সংঘাতে ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কৃষি বিল নিয়ে আপত্তি জানাতে বিকেলে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বিরোধীরা-দৈনিক আনন্দবাজার পত্রিকার

বিরোধীদের আপত্তি উড়িয়ে ধ্বনিভোটে বিতর্কিত কৃষি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। তা নিয়ে আপত্তি জানাতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করছেন বিরোধী নেতারা। বিকেল ৫টায় তাঁদের দেখা করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচ জনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।  

কৃষি সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল পাশ করানো এবং রবিবার সংসদে হাঙ্গামা বাধানোর অভিযোগে আট সাংসদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার সংসদ বয়কট করেন বিরোধী নেতারা।

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-সহ অন্য বিরোধী নেতারা সরকারের সামনে তিনটি দাবি তুলে ধরেছেন। এক) পৃথক বিল এনে সরকারকে নিশ্চিত করতে হবে যে, বেসরকারি বিনিয়োগকারীরা সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ফসল কিনতে পারবেন না, দুই) এমএস স্বামীনাথন কমিটির রিপোর্টের সুপারিশ মেনেই ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে এবং তিন) ন্যূনতম সহায়ক মূল্যের বিনিময়েই কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনা হচ্ছে, তা সুনিশ্চিত করতে হবে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে।

অবাধ ছাঁটাই!‌ বিরোধীদের বয়কটের মাঝেই রাজ্যসভায় পাশ বিতর্কিত ৩ শ্রম বিল-দৈনিক আজকাল

জোড়া কৃষি বিলের বিরোধিতায় মঙ্গলবার থেকে সংসদ বয়কট করেছেন বিরোধীরা। বুধবারও সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে চলছে প্রতিবাদ। এর মাঝেই রাজ্যসভায় পাশ হয়ে গেল তিনটি শ্রম বিল। বিল আইনে পরিণত হলে ৩০০ বা তার বেশি কর্মী কাজ করেন এমন শিল্প সংস্থায় এখন থেকে সরকারের অনুমতি ছাড়াই ইচ্ছেমতো নিয়োগ ও ছাঁটাই করা যাবে।

এদিন সকালেই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি লেখে বিরোধীরা। সেখানে আর্জি জানায়, এই বিলগুলো বিরোধীদের অনুপস্থিতে ‘‌একপাক্ষিকভাবে’‌ যাতে পাশ করানো না হয়। সে রকম হলে, তা ‘‌গণতন্ত্রের ওপর দাগ’‌ ফেলবে। বিরোধীদের সেই আর্জি মানল না কেন্দ্র। 

রাজ্যসভায় ধ্বনিভোটে জোড়া কৃষি বিল পাশ করানোর জন্য প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা।

রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে খোঁচা তুরস্কের,অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক না গলানোর’ হুঁশিয়ারি ভারতের-সংবাদ প্রতিদিন

ভারতকে উসকানি দিয়ে এবার রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করল তুরস্ক। পালটা দিয়ে ভারতও সাফ জানিয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও নাক গলানো মেনে নেওয়া হবে না।

আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে গেলেও বরাবরই কাশ্মীর (Kashmir) ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। তাঁর এহেন পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক দুনিয়ায় সৌদি আরবের জায়গা দখল করা। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখেন এরদোগান। আগেই থেকেই রেকর্ড করা এক বার্তায় তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য কাশ্মীর ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত এই জ্বলন্ত সমস্যার সমাধান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে কাশ্মীরি জনগণের মত নিয়ে ও রাষ্ট্রসংঘের তৈরি নীতিগত পরিকাঠামোর মধ্যে থেকেই এই সমস্যার সমাধান হয় উচিত।”

এদিকে, তুরস্কের (Turkey) এহেন বয়নে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে বয়ান দিয়ে তুরস্ক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এমনটা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি টুইট করে বলেন, “অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানতে শিখুক তুরস্ক। অন্যদের বিষয়ে হস্তক্ষেপ না করে আঙ্কারার উচিত তাদের নিজেদের নীতির বিষয়ে খতিয়ে দেখা। জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য কাম্য নয়। এটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান।”

উল্লেখ্য, রাষ্ট্রসংঘে বারবার কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেছে পাকিস্তান। তবে কোনওকালেই হালে পানি পায়নি ইসলামাবাদ। চিন ছাড়া আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও অন্য দেশগুলি কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই দাঁড়িয়েছে, এমনকি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পরও পাকিস্তানের অভিযোগে কান দেয়নি বিশ্বের তাবড় দেশগুলি। ইসলামিক দুনিয়ায়ও কাশ্মীর ইস্যুতে সমর্থন পায়নি ইমরান খানের সরকার।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩ 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ