‘পাঞ্জাব সরকার মুখতার আনসারিকে নির্লজ্জভাবে রক্ষা করছে’
ভারতের উত্তর প্রদেশ সরকার বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে পাঞ্জাব সরকার গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতা হওয়া মুখতার আনসারিকে নির্লজ্জভাবে রক্ষা করছে যিনি চাঁদাবাজির মামলায় রূপনগর জেলা কারাগারে বন্দী রয়েছেন।
বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আরএস রেড্ডির একটি বেঞ্চ পাঞ্জাব সরকারের পক্ষ থেকে উপস্থিত হওয়া সিনিয়র অ্যাডভোকেট দুশ্যয়্ন্ত দাভের প্রতিবেদনের বিষয়টি গ্রহণ করেছে যাতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে মামলাটি স্থগিতের অনুরোধ জানিয়েছেন। উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে মামলাটি স্থগিত করার জন্য দাভের আবেদনে তাঁর কোনও আপত্তি নেই।
মুখতার আনসারীর পক্ষে উপস্থিত হওয়ায় সিনিয়র আইনজীবী মুকুল রোহতগী বলেন মুখতার হলেন একজন সাধারণ ব্যক্তি যাকে রাজ্যের শক্তিশালী লোকেরা দ্বারা ঘিরে ফেলেছে। এ বিষয়ে উত্তর প্রদেশের আইনজীবী তুষার মেহতা বলেন, আপনি একজন সাধারণ ব্যক্তি, যাকে রাজ্য (পাঞ্জাব) লজ্জাজনকভাবে রক্ষা করছে! শীর্ষ আদালত ওই মামলার শুনানি ২ মার্চ পর্যন্ত স্থগিত করে দিয়েছে।
শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার কর্তৃক দায়ের করা একটি আবেদনের শুনানি করেছে যাতে পাঞ্জাব রাজ্য এবং রূপনগর জেল কর্তৃপক্ষকে অবিলম্বে মুখতার আনসারিকে জেলা কারাগার বান্দায় হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছিল। আবেদনে চাঁদাবাজির মামলায় পাঞ্জাবে চলা ফৌজদারি কার্যক্রম ও শুনানিকে ইলাহাবাদের বিশেষ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। মুখতার আনসারি ২০১৯ সালের জানুয়ারী থেকে পাঞ্জাবের রূপনগর জেলা কারাগারে বন্দী আছেন।
আনসারির স্বাস্থ্যের উল্লেখ করে শীর্ষ আদালতে পাঞ্জাব সরকারের হলফনামায় বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারী থেকে জেল হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে তার চিকিৎসা চলছে। আনসারির স্বাস্থ্য ও চিকিৎসকদের পরামর্শের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, বিভিন্ন সময়ে মেডিকেল কর্মকর্তা/মেডিকেল বোর্ড/বিশেষজ্ঞদের নির্দিষ্ট পরামর্শের কারণে উত্তর প্রদেশে আনসারিকে হস্তান্তর করা যায় না।
মুখতার আনসারি উত্তর প্রদেশের মউ বিধানসভা আসনের পাঁচ বারের বিধায়ক যা একটি রেকর্ড। তিনি উত্তর প্রদেশের মউ বিধানসভা আসনে ১৯৯৬, ২০০২, ২০০৭, ২০১২ এবং ২০১৭ সালে জয়ী হয়েছেন। ১৯৯৬ সালে তিনি বহুজন সমাজবাদী পার্টি, ২০০২ ও ২০০৭ সালে নির্দলীয়, ২০১২ সালে কওমি একতা দল এবং ২০১৭ সালে পুনরায় বহুজন সমাজবাদী পার্টির বিধায়ক নির্বাচিত হন। বিভিন্ন মামলায় তিনি বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।