উদ্বাস্তুরা এ দেশের নাগরিক,তাদের সকলেই জমির দলিল পাবেন: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90464-উদ্বাস্তুরা_এ_দেশের_নাগরিক_তাদের_সকলেই_জমির_দলিল_পাবেন_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন,তারা এ দেশের নাগরিক। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২১ ১৯:০৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উদ্বাস্তুরা সকলেই জমির দলিল পাবেন,তারা এ দেশের নাগরিক। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন,‘বামফ্রন্ট কোনোদিন কিছু করে নি,বিজেপিও কিছু করে নি। উদ্বাস্তুরা যারা আছেন জেনে রাখবেন সব উদ্বাস্তুদের জন্য আমি নিঃশর্ত জমির দলিল করে দিয়েছি। যারা পশ্চিমবঙ্গ সরকারের জমিতে আছেন,যারা কেন্দ্রীয় সরকারের জমিতে আছেন,এমনকি যারা অনেকদিন ধরে প্রাইভেট ল্যান্ডেও আছেন এমন সব উদ্বাস্তু নিঃশর্ত জমির দলিল পাবেন। আপনারা প্রত্যেকে এ দেশের নাগরিক। আপানদের প্রত্যেকের এটা নাগরিক অধিকার। এই অধিকার আপনারা পাবেন, এটা মাথায় রাখবেন।’

মমতা বলেন,‘একদিকে বিজেপি,আরেকদিকে বামফ্রন্ট। বামফ্রন্টকে ভোট দিয়ে কী করবেন? ওরা না ঘর কা,না ঘাট কা। ওরা তো বিজেপির সাথে গলা মেলাবে।’ 

মমতা আজ করোনা সংক্রমণ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন। তিনি বলেন,‘মনে রাখবেন এটা ম্যান মেড ডিজাস্টার নয়। প্রধানমন্ত্রী এখন জনগণের ওপর চাপিয়ে দিয়েছেন যে জনগণ এবার ঠিক করবে। তুমি বাড়িয়ে দিয়ে এবার বলছো জনগণ  দেখবে! এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার! মোদি মেড ডিজাস্টার। মনে রাখবেন,এটা ম্যান মেড বিপর্যয় নয়। এটা অত্যন্ত মারাত্মক বিষয়! সারা দেশে ওষুধ নেই,ইনজেকশন নেই,‘পর ভোলানো,ঘর জ্বালানো’। আমাদের দেশের তৈরি করা ওষুধ সব বিদেশে পাঠিয়ে দিয়েছে। ৬৫ শতাংশ পাঠিয়ে দিয়েছে!’      

‘দেশে ওষুধ নেই,ইনজেকশন নেই,অক্সিজেন নেই! শুধু আমাদের নয়,দিল্লী, মহারাষ্ট্র থেকে শুরু করে হাহাকার চলছে’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/২১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।