একদিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড ভারতের, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালো
https://parstoday.ir/bn/news/india-i90504-একদিনে_সংক্রমণের_সর্বোচ্চ_রেকর্ড_ভারতের_২৪_ঘণ্টায়_আক্রান্তের_সংখ্যা_৩_লাখ_ছাড়ালো
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২২, ২০২১ ১৭:১৩ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাস
    ভারতে করোনাভাইরাস

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।

এর আগে একদিনে আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে প্রথম স্থানে ছিল। আমেরিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে,  চলতি বছরের ৮ জানুয়ারি দেশটিতে একদিনে ৩ লাখ ১৩ হাজার ৩১০ জন করোনা সংক্রমিত হয়েছিল।   

এদিকে, দেশজুড়ে সংক্রমণ বৃদ্ধির মধ্যে আজ সুপ্রিম কোর্ট এই অবস্থা ‘জাতীয় জরুরি অবস্থার’  সমান বলে মন্তব্য করেছে। সুপ্রিম কোর্ট অক্সিজেন  সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি নির্দিষ্ট ‘জাতীয় পরিকল্পনা’  গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের  ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিতে বলেছে। ওই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে শীর্ষ আদালত।  আগামীকাল শুক্রবার ওই মামলার শুনানি হবে।     

আজ (বৃহস্পতিবার) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত দেশে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। একইসময়ে ২ হাজার ১০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন, ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন। বর্তমানে ২২ লাখ ৯১ হাজার ৪২৮ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।      

চলতি এপ্রিল মাসে করোনার ক্রমবর্ধমান প্রকোপ থেকে বোঝা যায় মাসের প্রথম ২২ দিনে মোট ৩৭ লাখ ৮১ হাজার ৬৩০টি নয়া সংক্রমণ হয়েছে এবং এপ্রিলে কোভিডের কারণে এ পর্যন্ত মোট ২২ হাজার ১৮৯ জন মারা গেছে। এভাবে একটানা আট দিন ধরে দৈনিক দু’লাখেরও বেশি সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে। এ ছাড়া,  আজ বৃহস্পতিবার পর্যন্ত একটানা বারো দিন দৈনিক দেড় লাখেরও বেশি এবং একটানা ১৬ দিন ধরে  দেশে এক লাখেরও বেশি নয়া সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে।  

পার্সটুডে/এমএএইচ/এনএম/২২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।