কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i91216-কাশ্মীরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_৩_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ গেরিলা নিহত হয়েছে ও একজন আত্মসমর্পণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ গেরিলা নিহত হয়েছে ও একজন আত্মসমর্পণ করেছে।

গতকাল (বুধবার) দিবাগত রাতভর উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। আজ (বৃহস্পতিবার) ভোরে ওই সংঘর্ষ শেষ হয়। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে আজ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।      

আজ (বৃহস্পতিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কানিগম এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পরে রাতে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয়। তিনি বলেন, আলবদর সংগঠনের স্থানীয় চার নয়া সন্ত্রাসীর উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী সংযম অবলম্বন করে এবং তাদেরকে আত্মসমর্পণের জন্য বলা হয়। কিন্তু তারা ওই প্রস্তাব প্রত্যখ্যান করে গুলিবর্ষণ শুরু করে দেয়। এমনকি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এ সময়ে নিরাপত্তা বাহিনী পাল্টা পদক্ষেপ গ্রহণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময়ে তৌসিফ আহমেদ নামে এক সন্ত্রাসী আত্মসমর্পণ করে এবং অন্য তিন জন নিহত হয় বলে পুলিশের এক কর্মকর্তা জানান।   

এরআগে গত ৪ মে সোপোরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছিল। বারমুল্লার সোপোরের নাথিপোরা এলাকায় ওই সংঘর্ষ হয়েছিল। গতমাসে সোপিয়ানের হাদিপোরায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষেও ৩ গেরিলা নিহত হয়েছিল। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।