ভারতে করোনা সংক্রমণ কমছে, একদিনে আক্রান্ত ১.৫২ লাখ, মৃত ৩,১২৮
https://parstoday.ir/bn/news/india-i92426-ভারতে_করোনা_সংক্রমণ_কমছে_একদিনে_আক্রান্ত_১.৫২_লাখ_মৃত_৩_১২৮
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৩৪টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৫৫৩।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ৩১, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • ভারতে করোনা সংক্রমণ কমছে, একদিনে আক্রান্ত ১.৫২ লাখ, মৃত ৩,১২৮

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৩৪টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৫৫৩।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৪৭  হাজার ৫৩৪ জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৯২ অর্থাৎ ৭.২২ শতাংশ। করোনা থেকে পুনরুদ্ধার হয়েছেন ৯১.৬০ শতাংশ অর্থাৎ ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৩৪২ জন। মোট মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১০০ জন অর্থাৎ ১.১৭ শতাংশের মৃত্যু হয়েছে।

দেশে এ পর্যন্ত ২১ কোটি ৩১ লাখ  ৫৪ হাজার ১২৯ টি ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্ভব হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৮৮৩ টি। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৬ লাখ ৮৩ হাজার ১৩৫। 

অন্যদিকে, পশ্চিমবঙ্গে গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১১ হাজার ২৮৪ জন আক্রান্ত এবং একইসময়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট ১৫ হাজার ৪১০ জন করোনা রোগীর মৃত্যু হল। রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৬৬ হাজার ২৪০ জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে ৯৪ হাজার ৮৯৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন।পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা জেলায় ২ হাজার ৪৮২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। রাজধানী কোলকাতায় ১ হাজার ৮৩০ টি নয়া সংক্রমণ হয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায় নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।

রাজধানী কোলকাতায় এ পর্যন্ত ৪ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মারা গেছেন ৩ হাজার ৮৮৬ জন করোনা রোগী।  এছাড়া অন্যান্য জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। #        

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।