আমাদের বিজ্ঞানীরা ১ বছরের মধ্যে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন বানিয়েছেন : মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের বিজ্ঞানীরা এক বছরের মধ্যেই ‘মেড ইন ইন্ডিয়া’ করোনা ভ্যাকসিন বানিয়েছেন। আর দেশবাসীর জন্য উপলব্ধ করেছেন। এক বছরের মধ্যেই আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণে দেশকে আত্মনির্ভর করে দিয়েছেন।
তিনি আজ (শুক্রবার)কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) সিএসআইআর সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সিএসআইআর-এর ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার দাপট সমগ্র বিশ্বজুড়েই ছড়িয়েছে। গোটা বিশ্বের সামনেই এই ভাইরাসের মোকাবিলা একটা বড়সড় চ্যালঞ্জ। চলতি শতাব্দীতে বিশ্বের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে যে, যখনই মানব সমাজ বিপন্ন হয়েছে, তখনই ত্রাতার ভূমিকায় এসে দাঁডিয়েছে বিজ্ঞান। সমস্ত সংকটের সময়েই আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে বিজ্ঞান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত শতাব্দীর অভিজ্ঞতা বলছে, বিশ্বের অন্য দেশে কোনও কিছুর আবিষ্কার যখন হয়েছে, তার সুফল পেতে ভারতকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হতো। কিন্তু এখন আমাদের দেশের বিজ্ঞানীরা অন্যান্য দেশের বিজ্ঞানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। অন্যান্য দেশের বিজ্ঞানীদের মতোই দ্রুতগতিতে কাজ করতে সক্ষম এ দেশের বিজ্ঞানীরা এবং এক বছরের মধ্যেই আমাদের বিজ্ঞানীরা মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন তৈরি করেছেন।’
‘ভারত কৃষি থেকে মহাকাশ বিদ্যা, ভ্যাকসিন থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি থেকে অন্যান্য প্রযুক্তি, সমস্ত ক্ষেত্রেই আত্মনির্ভর ও সক্ষম হতে চায়। করোনার চলতি সংকটের পরিপ্রেক্ষিতে এর গতি কিছুটা কমলেও এখনও দেশের সংকল্প আত্মনির্ভর ভারত, সশক্ত ভারত’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।