‘পেগাসাস’ ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i94908-পেগাসাস’_ওয়াটার_গেট_কেলেঙ্কারির_চেয়েও_বড়_কেলেঙ্কারি_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে বলেছেন, ‘পেগাসাস’ ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২২, ২০২১ ১৯:১৯ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে বলেছেন, ‘পেগাসাস’ ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মমতা পেগাসাসের মাধ্যমে ফোনে আড়ি পাতার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে একে ‘ইমারজেন্সির চেয়েও ‘সুপার ইমারজেন্সি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে, কতদিন  মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীতসন্ত্রস্ত! বিচারবিভাগকে কবজা করেছে, রাজনৈতিক দলের নেতাদের কথা বলতে দেওয়া হয় না। কাউকে কথা বলতে দেওয়া হয় না!’  

মমতা বলেন, ‘নিজেদের অফিসারদেরও ভারত সরকার বিশ্বাস করে না।  মন্ত্রীদেরও বিশ্বাস করে না। সাংবাদিকদের অনেক ফোন ট্যাপিং হয়েছে। আমি মনে করি সিভিক সোসাইটি থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কালচারাল সমাজ থেকে শুরু করে, সভ্য সমাজ থেকে শুরু করে সবাইকে সোচ্চার হওয়া উচিত।’   

তিনি বলেন, ‘লজ্জার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। ২/৩ দিন আগেই ‘পেগাসাস’ প্রকাশ্যে এসেছে। আর আজকেই দৈনিক ভাস্করের দফতরে চলে  গেছে (আয়কর দফতরের কর্মকর্তাদের তল্লাশি) তার কারণ এরাই কোভিডে যখন উত্তর প্রদেশ সরকার ডেডবডিগুলো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল, তখন নির্ভয়ে প্রকাশ্যে খবরগুলো করেছিল। পেগাসাস নিয়েও এরা খুব সমালোচনা করেছে।’  ‘আমি সবাইকে বলব সারা ভারতে যে যেখানে আছেন সবাই জোট বাঁধুন। আজকে মিডিয়ার মুখ বন্ধ। ওঁদের লজ্জাও করে না চিৎকার করছে!  ‘চোরের মায়ের বড় গলা’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। # 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।