উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে
https://parstoday.ir/bn/news/india-i97588-উত্তর_প্রদেশ_সরকার_জনগণের_প্রশ্নের_জবাব_না_দিয়ে_মিথ্যা_কথা_বলছে
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২০:৫৩ Asia/Dhaka
  • উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, ‘সাড়ে চার বছরে কী হয়েছে উত্তর প্রদেশ সরকারের সে সম্পর্কে জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু না। ফের মিথ্যা, মিথ্যা এবং শুধুমাত্র মিথ্যা। লাখ লাখ শূন্য পদে চাকরি দেওয়া এবং ঝুলে থাকা নিয়োগ, কৃষকের আখ, গম, ধান, আলুর দাম দেওয়ার ক্ষেত্রে, বিদ্যুতের দাম কমানোর ক্ষেত্রে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উত্তর প্রদেশ সরকার ব্যর্থ হয়েছে।’  

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে আজ রাজ্যে বিগত সাড়ে চার বছরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরে রাজ্য সরকারের সাফল্য দাবি করা হয়। কিন্তু বিরোধীদল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে তাকে খারিজ করা হয়েছে।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব

বহুজন সমাজ পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশে বিজেপি সরকারের সাড়ে চার বছরের পরিবর্তনের বিজ্ঞাপন এবং দাবি বেশিরভাগই ফাঁকা এবং প্রকৃত বাস্তবতা থেকে অনেক দূরে। তাদের কথা ও কাজে পার্থক্যের কারণে, বিশেষ করে ক্রমবর্ধমান দারিদ্র্য, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির কারণে মানুষের দুর্দশা বেড়েছে।’

একই সময়ে,  রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রতিবেদনকে কটাক্ষ করেছেন এবং এটিকে মিথ্যা বলেছেন। অখিলেশ যাদব বলেন, ‘কৃষক, দরিদ্র, নারী ও যুবকদের প্রতি অত্যাচার, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বিদ্বেষ এবং ব্যবসায়ে স্থবিরতা, প্রলোভন, অহংকারী সরকারের আর ছয় মাস মেয়াদ অবশিষ্ট আছে। এমন সরকার চাই না, যারা প্রকৃতপক্ষে ঠগের সমর্থন, ঠগের উন্নয়ন, ঠগের বিশ্বাস, ঠগের প্রচেষ্টা চালায়’ বলেও কটাক্ষ করেন অখিলেশ যাদব।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।