ইরানে পালিত হল হজরত মাসুমা (সা.আ.)’র শাহাদাতবার্ষিকী
https://parstoday.ir/bn/news/iran-i100082-ইরানে_পালিত_হল_হজরত_মাসুমা_(সা.আ.)’র_শাহাদাতবার্ষিকী
ইরানের ধর্মীয় নগরী কোমসহ বিভিন্ন শহরে পালিত হল হজরত মাসুমা (সা. আ.)’র পবিত্র শাহাদাতবার্ষিকী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৬, ২০২১ ১৭:৫১ Asia/Dhaka

ইরানের ধর্মীয় নগরী কোমসহ বিভিন্ন শহরে পালিত হল হজরত মাসুমা (সা. আ.)’র পবিত্র শাহাদাতবার্ষিকী।

হযরত ফাতিমা মাসুমা ২০১ হিজরির ১০ ই রবিউস সানি শাহাদত বরণ করেন ইরানের পবিত্র কোম শহরে। এ সময় তাঁর বয়স ছিল ২৮ বছর।  শাহাদতের ১৭ দিন আগে সভেহ শহরের কাছে তার কাফেলার ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। বিশ্বনবী (সা.)'র আহলে বাইত ও নবী-বংশের শত্রু আব্বাসিয় শাসকদের লেলিয়ে-দেয়া অনুচররা ওই হামলা চালায়।

হযরত ফাতিমা মাসুমা (সা. আ.) ভাই ইমাম রেজা (আ.)'র সঙ্গে সাক্ষাতের জন্য জন্মভূমি মদীনা থেকে খোরাসান প্রদেশের মার্ভ শহরের উদ্দেশ্যে সফররত ছিলেন। ধূর্ত মামুন ইমাম রেজা (আ.)-কে মদীনা থেকে মার্ভ শহরে আসতে বাধ্য করেছিলেন।

মহীয়সী নারী হযরত মাসুমা (সা. আ.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও খোদাভীতিসহ নানা মহৎ গুণের প্রতিচ্ছবি। ধর্মীয় বিষয়ে অনেক জটিল প্রশ্নের উত্তর তিনি বলে দিতেন যা অনেক অভিজ্ঞ ও বয়স্ক আলেমও বলতে পারতেন না। বিশ্বনবীর (সা) পবিত্র আহলে বাইতের নেতৃত্বের পক্ষে জোরালো ও কার্যকর ভূমিকা রাখার জন্য তাঁকে বলা হত 'কারিমে আহলে বাইত' তথা 'আহলে বাইতের মহান ব্যক্তিত্ব '। মাসুমা বা নিষ্পাপ ছিল তাঁর উপাধি।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।