সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতা
পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
গতকাল (রোববার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম জরুরি অধিবেশনের অবকাশে তারা বৈঠক করেন। এতে দু পক্ষই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান সীমান্ত নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে দু দেশের সম্পর্ককে চমৎকার বর্ণনা করে তা আরো জোরদার করার আহ্বান জানান।
এর আগে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি গত অক্টোবর মাসে পাকিস্তানে চারদিনের সফর করেন এবং শেষ সময় অভিন্ন সীমান্তে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দু দেশ সম্মত হয়।
গতকালের বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান এবং জেনারেল কার্যালয় ও আফগানিস্তানের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনের ওপর জোর দেন যাতে সব নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।
বৈঠকে পাক সেনাপ্রধান বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ ও সৎপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে এবং তেহরান-ইসলামাবাদ উভয়ের জন্য সন্ত্রাসবাদ হচ্ছে অভিন্ন শত্রু। পাকিস্তান ও ইরানের অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য তিনি যৌথ সীমান্ত নিরাপত্তা কমিটি সক্রিয় করার আহ্বান জানান।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।