‘সামান্যতম ভুল করলে ইসরাইলের জীবনে অমানিশা নেমে আসবে’
https://parstoday.ir/bn/news/iran-i101916-সামান্যতম_ভুল_করলে_ইসরাইলের_জীবনে_অমানিশা_নেমে_আসবে’
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২১ ১৬:৫৪ Asia/Dhaka
  • ‘সামান্যতম ভুল করলে ইসরাইলের জীবনে অমানিশা নেমে আসবে’

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ (শুক্রবার) তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁতভাঙা জবাব দেবে।

সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চালানো সামরিক মহড়ার ব্যাপারে ইসরাইল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানের প্রতিরক্ষানীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রতিক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা।কিন্তু ইসরাইল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেয়া হবে।

তেহরানের জুমার নামাজে খতিব মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সোলাইমানির শাহাদাতের বার্ষিকী উপলক্ষে বলেন, ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন-আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকাকে বড় ধরনের চপেটাঘাত করেছে। কিন্তু চূড়ান্ত প্রতিশোধ সেদিনই নেয়া সম্ভব হবে যেদিন সোলাইমানিকে হত্যার নির্দেশ দানকারী ট্রাম্প থেকে শুরু করে ওই নির্দেশ বাস্তবায়নে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার করা সম্ভব হবে। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে শহীদ হন ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল সোলাইমানি।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।