২০২১ সালে রেডিও তেহরানের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i102018-২০২১_সালে_রেডিও_তেহরানের_শ্রেষ্ঠ_শ্রোতা_পুরস্কার’_বিজয়ীদের_নাম_ঘোষণা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান-বাংলা) আয়োজিত ২০২১ সালের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ১৯:৫১ Asia/Dhaka
  • ২০২১ সালে রেডিও তেহরানের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান-বাংলা) আয়োজিত ২০২১ সালের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক চিঠি, মতামত ও পরামর্শ, রিসিপশন রিপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও শ্রোতাদের মাঝে রেডিও তেহরানের পক্ষে প্রচারণাসহ বিভিন্ন দিক বিবেচনায় এ বছর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা বিধান চন্দ্র সান্যাল।  

২০২১ সালের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা' নির্বাচিত হওয়ার অনুভূতি জানতে চাইলে মোঃ শাহাদত হোসেন রেডিও তেহরানকে বলেন, "রেডিও তেহরান বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। এটি বহুল পরিচিত ও জনপ্রিয় আন্তর্জাতিক বেতারকেন্দ্র। এরকম একটি বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আর সেই গণমাধ্যমটি যদি কাউকে বছরের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করে তাহলে তার চেয়ে বেশি সম্মানের আর কী হতে পারে! আমি আনন্দিত, আমি আহ্লাদিত, আমি গর্বিত, আমি সম্মানিত।"

তিনি আরও বলেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই আমাকে ২০২১ সালের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করায়। এমন একটি শ্রোতা-বান্ধব বেতার কেন্দ্রের সাথে নিয়মিত সম্পৃক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার এই আনন্দের দিনে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও ভারতের শ্রোতা বন্ধুরা আরো অধিকহারে রেডিও তেহরান শুনবেন, সেটাই আমার প্রত্যাশা।"

অন্যদিকে বিধান চন্দ্র সান্যাল তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকে। আমার শখ একটু অন্য ধরনের। ছোটবেলা থেকেই আমার শখ রেডিও শোনা। রেডিও শোনাতে আমার চিত্ত রঞ্জিত হয় আমি আবার নতুন উদ্যমে উদ্দীপ্ত হই। ২০২১ সালে আমার শখ হয়েছিল রেডিও তেহরানের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা হওয়া। শখ পূর্ণতা পায় লক্ষ্যে। আমি ছিলাম বাস্তববাদী ও আশাবাদী। কঠোর আত্মনিয়োগের আমি আমার শখ তথা স্বপ্নকে সফল করে তুলবার সবরকম চেষ্টা করি, পৌঁছে যাই স্থির লক্ষ্যে। জানতাম, রেডিও তেহরানের মত এত জনপ্রিয় বেতার কেন্দ্রে আমার স্বপ্ন সহজ ছিল না মোটেও। তবুও আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম আমার স্বপ্নকে সফল করতে। স্বপ্ন পূরণের মাধ্যমে ২০২১ সালের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় আমার পরিশ্রমের সব ক্লান্তি মুছে গিয়ে আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে এক অনাবিল আনন্দে। আমি চির কৃতজ্ঞ রেডিও তেহরানের কাছে।"

শ্রোতাবন্ধুরা, মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুক, টুইটারে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

পার্সটুডে/আশরাফুর রহমান/২