সাম্রাজ্যবাদ আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায়: মাদুরো
ফিলিস্তিনি জাতি ইহুদিবাদীদের ওপর তাদের দাবি চাপিয়ে দিয়েছে: কলিবাফ
-
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
পার্সটুডে-ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের সমর্থিত যেকোনো উদ্যোগকে তার দেশ সমর্থন করে।
ইরানের সংসদ স্পিকার আরো বলেছেন, ফিলিস্তিনি জাতি উচ্চ মানবিক মূল্য বহন করার পরেও অপরাধী শাসকগোষ্ঠীর ওপর তাদের দাবি চাপিয়ে দিয়েছে। আর ইসরায়েল আজ বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনে পরিণত হয়েছে।
মেহর নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কালিবাফ গতকাল রোববার বলেছেন, ইরান ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ সংগঠনগুলোর জরুরি যেসব দাবির ওপর জোর দেয় তার মধ্যে রয়েছে, গাজায় এই গণহত্যার স্থায়ী বন্ধ, গাজার আগ্রাসন ও দখলদারিত্বের অবসান, দখল প্রত্যাহার এবং অবরোধ তুলে নেওয়া, ক্রসিং খুলে দেওয়া, গাজায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অবাধ প্রবেশাধিকার।
সাম্রাজ্যবাদ আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চাইছে: মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জোর দিয়ে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো তার দেশে আধিপত্য বিস্তার করতে এবং এর প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, 'অহংকারী এবং ঘৃণ্য সংখ্যালঘু শক্তিগুলো ভেনেজুয়েলায় সামরিক হামলার চেষ্টা চালাচ্ছে এবং তাদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্যের মাধ্যমে আমাদের জাতির স্বাধীনতা ও মর্যাদা ধ্বংস করতে চাইছে।'
চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্প সুর পরিবর্তন করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার সুরে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্ষতি নয়; সাহায্য করতে চায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েকদিন পর এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমাদের প্রতিক্রিয়া সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, আফগানিস্তানের জনগণের বিরুদ্ধে নয়
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ঘটনাবলী নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করে বলেছেন, তত্ত্বাবধায়ক আফগান সরকার বিনা কারণে পাকিস্তান সীমান্তে আক্রমণ এবং গুলি চালানো উসকানিমূলক। তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া ছিল দেশটির জনগণের বিরুদ্ধে নয়। তালেবানের সামরিক অবকাঠামোরএবং 'সন্ত্রাসী' সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে।
আমরা শান্তির জন্য প্রস্তুত: ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানো মস্কোর জন্য উদ্বেগের কারণ হয়েছে। বিখ্যাত রাশিয়ান সাংবাদিক পাভেল জারুবিনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত কিন্তু কিয়েভ এবং ইউরোপীয় দেশগুলি এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে ইচ্ছুক নয়।#
পার্সটুডে/জিএআর/১৩