'২ জানুয়ারির প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যসমৃদ্ধ, মনোমুগ্ধকর এবং শিক্ষণীয়'
https://parstoday.ir/bn/news/iran-i102052-'২_জানুয়ারির_প্রতিটি_অনুষ্ঠানই_ছিল_তথ্যসমৃদ্ধ_মনোমুগ্ধকর_এবং_শিক্ষণীয়'
আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নিবেন। আজকে আমি আপনাদের ০২-০১-২০২২ তারিখের সম্প্রচারিত অনুষ্ঠান সমূহের উপর আলোকপাত করছি। 
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ০৩, ২০২২ ১৭:১১ Asia/Dhaka
  • '২ জানুয়ারির প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যসমৃদ্ধ, মনোমুগ্ধকর এবং শিক্ষণীয়'

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নিবেন। আজকে আমি আপনাদের ০২-০১-২০২২ তারিখের সম্প্রচারিত অনুষ্ঠান সমূহের উপর আলোকপাত করছি। 

প্রতিদিনের ন্যায় ০২-০১-২০২২ তারিখের সম্প্রচারিত বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, আসমাউল হুসনা, কথাবার্তা এবং পরিবারবিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান 'সুখের নীড়' অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। প্রত্যেকটি অনুষ্ঠানই আমার খুব ভালো লেগেছে। তবে রেজওয়ান হোসেন ও আকতার জাহানের উপস্থাপনায় সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনার ৬২তম পর্বে মহান আল্লাহর পবিত্র নামসমূহের মধ্যে আল্ ওয়াহিদ নামের অর্থ, তাৎপর্য এবং গুণাগুণের উপর বিস্তারিত আলোচনাটি শুনে আমি দারুণভাবে অভিভূত হয়েছে! 

সেই সাথে পরিবারবিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠানের ১ম পর্বে পরিবারের গুরুত্ব, পরিবার ব্যবস্থা, সুস্থ পরিবার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিবার সম্পর্কে আলোচনাটি শুনে খুব ভালো লেগেছে।

আপনাদের ২ জানুয়ারির প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যসমৃদ্ধ, মনোমুগ্ধকর এবং শিক্ষণীয়। চমৎকার সব মন মাতানো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রিয় বেতার রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ

 

আপনাদেরই সিনিয়র শ্রোতা বন্ধু

মোখলেছুর রহমান
মহা পরিচালক, 
বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, 
খাদিমপুর বাজার, কুষ্টিয়া। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।