ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ
https://parstoday.ir/bn/news/iran-i102284-ইরানের_জাতীয়_গ্রিডে_যুক্ত_হচ্ছে_আরও_১_হাজার_মেগাওয়াট_পারমাণবিক_বিদ্যুৎ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজ পুরোপুরি শেষ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
    বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজ পুরোপুরি শেষ হয়েছে।

ইরানের বিদ্যুৎ উৎপাদন শিল্পের মুখপাত্র মোস্তাফা রাজাভি মাশহাদি বলেছেন, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বুহেশর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজ শেষ হওয়ার বিষয়টি দেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। আজকের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও বলেছেন, শীতকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। জাতীয় বিদ্যুৎ চাহিদা মেটাতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনসহ শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতেও নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে পাশ্চাত্যের দেশগুলো।#     

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।