ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে: তালেবান পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i102304-ইরানের_সঙ্গে_ইতিবাচক’_আলোচনা_হয়েছে_তালেবান_পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল (রোববার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুত্তাকি বলেছেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তাগত বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে এবং এসব আলোচনা ‘ভালো ফল’ বয়ে আনবে বলে তিনি আশা করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ০৮:৩১ Asia/Dhaka
  • রোবাবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু\'দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়
    রোবাবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু\'দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়

ইরান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল (রোববার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুত্তাকি বলেছেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তাগত বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে এবং এসব আলোচনা ‘ভালো ফল’ বয়ে আনবে বলে তিনি আশা করছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর সম্পর্কে বলেছে, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করার লক্ষ্যে মুত্তাকির তেহরান সফরে সম্মতি দিয়েছে ইরান।

তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি শনিবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসেন। ইরান তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও বলেছে, দু’দেশের জনগণের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক অডিও বার্তায় মুত্তাকি বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে তিনি আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং দু’দেশের বাণিজ্যিক প্রতিনিধিরা এ সম্পর্কে আলাদা আলাদা বৈঠক করেছেন।তালেবান পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা পরিহার করে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সবার স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিচ্ছে কাবুল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

মুত্তাকি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোকে সংযুক্ত করা হচ্ছে তালেবান সরকারের প্রধান লক্ষ্য। ইরানও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিশেষ করে তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারে বলে মুত্তাকি প্রস্তাব দেন।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের জনগণের সঙ্গে তার দেশের জনগণের ঐতিহাসিক বন্ধন রয়েছে। দু’দেশের নেতৃবৃন্দ সে বন্ধন অটুট রাখার চেষ্টা করছেন। আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের জনগণ বারবার প্রমাণ করেছে, কোনো বিদেশি শক্তি এই দেশটির ওপর দখলদারিত্ব বজায় রাখতে পারবে না।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।