পরমাণু বিজ্ঞানীদের হত্যাকারীরা অবশ্যই শাস্তি পাবে: ইরান
(last modified Wed, 12 Jan 2022 01:49:57 GMT )
জানুয়ারি ১২, ২০২২ ০৭:৪৯ Asia/Dhaka
  • শহীদ মোস্তফা আহমাদি রওশান
    শহীদ মোস্তফা আহমাদি রওশান

ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে। এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিচার বিভাগের উপ প্রধান ও মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি।

তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আজ ইরানের অন্যতম তরুণ বিজ্ঞান প্রতিভা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শহীদ মোস্তফা আহমাদি রওশানের শাহাদাতবার্ষিকী। তিনি বেসামরিক পরমাণু প্রযুক্তির উন্নয়ন ও স্থানীয়ভাবে ইরানে এই প্রযুক্তির বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন।”

কাজেম গরিবাবাদি

এরপর গরিবাবাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে।

ইরানের রাজধানী তেহরানের অদূরে নাতাঞ্জ পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন শহীদ মোস্তফা আহমাদি রওশান। ২০১২ সালের ১১ জানুয়ারি তেহরানের আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন সাইন্স ফ্যাকাল্টির সামনে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে মাত্র ৩২ বছর বয়সে শহীদ হন রওশান।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ