ইরানের প্রেসিডেন্ট রায়িসির রাশিয়া সফরের প্রস্তুতি চলছে: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/iran-i102452-ইরানের_প্রেসিডেন্ট_রায়িসির_রাশিয়া_সফরের_প্রস্তুতি_চলছে_ক্রেমলিন
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন মস্কো সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বুধবার ক্রেমলিনে সাংবাদিকদের বলেছেন, ইরানের প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে এবং যথাসময়ে এই সফরের তারিখ ঘোষণা করা হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৩, ২০২২ ০৯:২৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি- ভ্লাদিমির পুতিন
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি- ভ্লাদিমির পুতিন

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন মস্কো সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বুধবার ক্রেমলিনে সাংবাদিকদের বলেছেন, ইরানের প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে এবং যথাসময়ে এই সফরের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সম্প্রতি ইংরেজি নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে এবং নতুন বছরের শুরুতেই প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি মস্কো সফর করবেন। সফরের প্রধান আকর্ষণ থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রায়িসির সাক্ষাৎ।

কাজেম জালালি আরো বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এই সফর একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

সুখোই-৩৫ যুদ্ধবিমান (ফাইল ছবি)

গত সপ্তাহে রাশিয়ার নিউজ চ্যানেল টিআরটি খবর দিয়েছিল, ইরানের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফরের সময় দু’দেশের মধ্যে এক হাজার কোটি ডলারের [১০ বিলিয়ন ডলার] একটি সামরিক ও প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই খবরে দাবি করা হয়, চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে ২৪টি অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান মিশরের কেনার কথা থাকলেও আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ায় মিশর এগুলো কেনা থেকে বিরত রয়েছে। তবে মিশরের জন্য এরইমধ্যে ১৫টি যুদ্ধবিমানের নির্মাণকাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই হলে আগামী বছরের শুরুতেই ওই ‌১৫ যুদ্ধবিমান তেহরানের কাছে হস্তান্তর করা হতে পারে বলে টিআরটি জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।