বন্ধুপ্রতীম দেশগুলোকে সামরিক প্রযুক্তি সরবরাহ করবে ইরান: কমান্ডার
(last modified Wed, 19 Jan 2022 03:22:36 GMT )
জানুয়ারি ১৯, ২০২২ ০৯:২২ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশে’দের সঙ্গে  বৈঠকে বক্তব্য রাখছেন অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
    তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশে’দের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি

ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান। গতকাল (মঙ্গলবার) তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশে’দের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

তিনি বলেন, সামরিক শক্তি ও সমরাস্ত্র নির্মাণে ইরান প্রয়োজনীয় বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে সামরিক খাতে সহযোগিতা শুরু করেছে ইরান। কাজেই তেহরান এখন প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি রপ্তানি করতে প্রস্তুত রয়েছে।

অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলোকেও ইরানের আত্মরক্ষামূলক প্রতিরক্ষানীতি উপলব্ধি করতে হবে। কারণ, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক খাতসহ সকল খাতে সমন্বয় ও সহযোগিতা বিরাজ করবে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র নির্মাণ খাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। একইসঙ্গে ইরান দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে, দেশটির সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি নয় বরং এদেশের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ