নগরনো কারাবাখ পুনর্নির্মাণে অংশগ্রহণ করুন: ইরানকে আলিয়েভ
(last modified Thu, 27 Jan 2022 01:46:34 GMT )
জানুয়ারি ২৭, ২০২২ ০৭:৪৬ Asia/Dhaka
  • বুধবার ইরানি মন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রেসিডেন্ট আলিয়েভ
    বুধবার ইরানি মন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রেসিডেন্ট আলিয়েভ

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধবিধ্বস্ত নগরনো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব এই পুনর্নির্মাণ কাজে ‘সক্রিয় অংশগ্রহণ’ করবে বলে বাকু আশা করছে।

ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী রুস্তম কাসেমি একটি প্রতিনিধিদল নিয়ে বর্তমানে আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নগরনো কারাবাখ অঞ্চল সফরে রয়েছেন। গতকাল (বুধবার) ওই অঞ্চলের একটি ভবন থেকে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন কাসেমি।

তার সঙ্গে কথা বলার সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, “আপনি মুক্ত অঞ্চলগুলোর ধ্বংসস্তুপগুলো নিজের চোখে দেখেছেন। আর্মেনিয়া এই অঞ্চলের ওপর দখলদারিত্বের সময় আমাদের সবগুলো গ্রাম ধ্বংস করে রেখে গেছে। শত শত গ্রাম ও শহর পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।”

২০২০ সালের সেপ্টেম্বরে কারাবাখ যুদ্ধে আজারবাইজান নগরনো কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়

আজারবাইজানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী এরইমধ্যে ওই অঞ্চলের পুনর্নির্মাণ কাজ শুরু হলেও  প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকাকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হচ্ছে বলে এই কাজ করতে অনেক সময় লাগবে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন।

২০২০ সালের সেপ্টেম্বরে কারাবাখ যুদ্ধে আজারবাইজান নগরনো কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে অনুষ্ঠিত যুদ্ধে আর্মেনিয়া এসব অঞ্চল দখল করে নিয়েছিল।

ভিডিও সংলাপে ইরানি মন্ত্রী রুস্তম কাসেমি নগরনো কারাবাখ পুনরুদ্ধার করায় ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে আজারবাইজানকে অভিনন্দন জানান। ওই অঞ্চলের পুনর্নির্মাণ কাজে ইরানের অংশগ্রহণের জন্য বর্তমানে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।