গণহত্যা বন্ধ করতে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103162
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩১, ২০২২ ০৯:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।

তিনি বলেন, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্ব সমাজের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। খাজি জানান, ইয়েমেনে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান।

ইয়েমেনের চলমান মানবিক বিপর্যয় রোধ করার লক্ষ্যে ইরান নানামুখী কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গ্রুন্ডবার্গের সঙ্গে কথা বলেন আলী আসগর খাজি।

 আলী আসগর খাজি- হ্যান্স গ্রুন্ডবার্গ

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদ্ষ্টো ইয়েমেনের আবাসিক ও বেসামরিক এলাকায় সৌদি আরবের বিমান হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।তিনি বলেন, বেসামরিক নাগরিক বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ মানুষের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করার জন্য এখনই জাতিসংঘের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

ভিডিও কলে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। ইয়েমেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও রাজনৈতিক আলোচনা শুরু করার লক্ষ্য জাতিসংঘ যেসব প্রচেষ্টা চালাচ্ছে তার ব্যাখ্যা দেন গ্রুন্ডবার্গ।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।