প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানির জানাজায় লক্ষাধিক ভক্তের শ্রদ্ধা নিবেদন
https://parstoday.ir/bn/news/iran-i103268-প্রখ্যাত_আলেম_আয়াতুল্লাহ_সাফি_গুলপাইগানির_জানাজায়_লক্ষাধিক_ভক্তের_শ্রদ্ধা_নিবেদন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানির জানাজা আজ পবিত্র কোম নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় লক্ষাধিক ভক্ত শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ইরানে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৮:৪৬ Asia/Dhaka
  • প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানির জানাজায় লক্ষাধিক ভক্তের শ্রদ্ধা নিবেদন
    প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানির জানাজায় লক্ষাধিক ভক্তের শ্রদ্ধা নিবেদন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানির জানাজা আজ পবিত্র কোম নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় লক্ষাধিক ভক্ত শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ইরানে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে কোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত এই আলেম। শিক্ষক ও লেখক হিসেবে তিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের শীর্ষস্থানীয় এই আলেম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন তিনি। আয়াতুল্লাহ গুলপাইগানি এসবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। অভিভাবক পরিষদ ও বিশেষজ্ঞ পরিষদের সদস্য ছিলেন তিনি। 

তাঁর মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা শোকবার্তা দিয়েছেন। সর্বোচ্চ নেতা শোকবার্তায় বলেছেন, 'দুঃখজনকভাবে দূরদৃষ্টিসম্পন্ন উঁচুমানের আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানি (র.)'র মৃত্যুসংবাদ আমার কাছে এসে পৌঁছেছে। তিনি ছিলেন কোমের ধর্মীয় কেন্দ্রের মূল স্তম্ভগুলোর একটি। তিনি এই পবিত্র ধর্মীয় কেন্দ্রের সবচেয়ে অভিজ্ঞ আলেম এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে শীর্ষস্থানীয়দের অন্যতম ব্যক্তিত্ব।'#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।