রিয়াদের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে যে শর্ত দিলেন প্রেসিডেন্ট রায়িসি
(last modified Sun, 06 Feb 2022 05:23:57 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১১:২৩ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে টেলিফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে টেলিফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসার আগ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত; তবে সে সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে। তিনি গতকাল (শনিবার) ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত বেশ কয়েক দফা আলোচনায় বসেছে ইরান। সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট রায়িসি ইরাক সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংলাপ চালিয়ে যেতে তার দেশের আপত্তি নেই; তবে আলোচনায় পরস্পরকে সম্মান জানিয়ে কথা বলতে হবে। 

ইরানের প্রেসিডেন্ট সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের জনগণের দুর্দশার প্রতি ইঙ্গিত করে বলেন, ইয়েমেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশটির জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইরাক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রেসিডেন্ট রায়িসি মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্য আমেরিকাকে দায়ী করে বলেন, আমেরিকা যদি প্রকৃত অর্থে এ অঞ্চল থেকে সরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে পরিপূর্ণ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে। 

টেলিফোনালাপে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী কাজেমি। তিনি বলেন, ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছে তাকে বাগদাদ স্বাগত জানায়। তেহরান-বাগদাদ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরো বেশি শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#


পার্সটুডে/এমএমআই/এআর/৬