ইস্ফাহান জাদুঘর; ঝিনুক-শামুকের বিরল সংগ্রহশালা
https://parstoday.ir/bn/news/iran-i103480-ইস্ফাহান_জাদুঘর_ঝিনুক_শামুকের_বিরল_সংগ্রহশালা
ইরানের ইস্পাহানের ঝিনুক জাদুঘর হচ্ছে ঝিনুক এবং শামুকের বিরল এক সংগ্রহশালা। ইরান তথা মধ্যপ্রাচ্যে এটিই এ ধরণের প্রথম জাদুঘর। এখানে সংরক্ষিত ঝিনুক ও শামুকগুলো পারস্য উপসাগর, ওমান সাগর এবং কাস্পিয়ান সাগর থেকে সংগ্রহ করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ২০:৩৬ Asia/Dhaka
  • ইস্পাহানের ঝিনুক জাদুঘর
    ইস্পাহানের ঝিনুক জাদুঘর

ইরানের ইস্পাহানের ঝিনুক জাদুঘর হচ্ছে ঝিনুক এবং শামুকের বিরল এক সংগ্রহশালা। ইরান তথা মধ্যপ্রাচ্যে এটিই এ ধরণের প্রথম জাদুঘর। এখানে সংরক্ষিত ঝিনুক ও শামুকগুলো পারস্য উপসাগর, ওমান সাগর এবং কাস্পিয়ান সাগর থেকে সংগ্রহ করা হয়েছে।

এই জাদুঘরটি ইস্পাহানের কেন্দ্রস্থলে অবস্থিত। ২৫ বছরেরও বেশি সময় ধরে ক্যাপ্টেন হাসান খাজেহ'র প্রচেষ্টায় এটি গড়ে উঠেছে। পারস্য উপসাগর, ওমান সাগর ও কাস্পিয়ান সাগরসহ বিশ্বের বিভিন্ন সাগর থেকে সংগ্রহ করে এগুলো দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। এই জাদুঘর থেকে সাধারণ মানুষের পাশাপাশি উপকৃত হচ্ছেন গবেষকেরা।#

পার্সটুডে/আবুসাঈদ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।