ইরানের ইসলামী বিপ্লব সাম্রাজ্যবাদীদের হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছে: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i103694-ইরানের_ইসলামী_বিপ্লব_সাম্রাজ্যবাদীদের_হৃদয়ে_কাঁপন_সৃষ্টি_করেছে_খতিব
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইসলামী বিপ্লব বঞ্চিত ও মুক্তিকামীদের মধ্যে আশা জাগ্রত করেছে এবং গোটা বিশ্বে আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৬:২২ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইসলামী বিপ্লব বঞ্চিত ও মুক্তিকামীদের মধ্যে আশা জাগ্রত করেছে এবং গোটা বিশ্বে আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়েছে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লব হচ্ছে একটি ঐতিহাসিক বিপ্লব। এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরানের ইসলামী বিপ্লব একদিকে নির্যাতিত ও বঞ্চিতদের মনে আশার সঞ্চার করেছে আবার অন্যদিকে দাম্ভিক সাম্রাজ্যবাদী শক্তির হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তেহরানের জুমা নামাজের খতিব।

শত্রুর অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুর গণমাধ্যম মানুষের মনে নানা সন্দেহ তৈরির চেষ্টা করছে। এর মোকাবেলায় বাস্তবতা তুলে ধরা সবার দায়িত্ব। এটা ফরজ কাজ।#    

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।