জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান বাড়াতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103908-জাতিসংঘ_শান্তিরক্ষা_মিশনে_অবদান_বাড়াতে_প্রস্তুত_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার দেশ বিভিন্ন উপায়ে আরো বেশি অবদান রাখতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ কমিটির বৈঠকের আগে ইরানি রাষ্ট্রদূত গতকাল (মঙ্গলবার) এই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৪:৩৩ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার দেশ বিভিন্ন উপায়ে আরো বেশি অবদান রাখতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ কমিটির বৈঠকের আগে ইরানি রাষ্ট্রদূত গতকাল (মঙ্গলবার) এই মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের আওতায় আন্তর্জাতিক অঙ্গনে যে শান্তিরক্ষা কার্যক্রম চলে আসছে তাতে ইরানের পক্ষ থেকে জোরালো প্রতিশ্রুতি ও সমর্থন রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের সরকার আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সামরিক সরঞ্জাম এবং সেনা সদস্য, সেনা পর্যবেক্ষক, পুলিশ ও বেসামরিক জনবল নিয়োগ করে তাতে আরো বেশি অবদান রাখতে চায়।

২০১৬ সালে ইরান প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিরাপত্তা বাহিনী এবং সামরিক সরঞ্জাম পাঠিয়ে অবদান রাখার ঘোষণা দিয়েছিল। সে সময় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু বলেছিলেন, জাতিসংঘ সনদের যথাযথ অনুসরণ করে যদি কোনো দেশে বেসামরিক জনগণের জীবন রক্ষার জন্য শান্তি কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে তাতে ইরান অংশ নেবে। ইরান এখনো সেই একই অবস্থানে অটল রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬